

গতকাল (১৮ মার্চ) লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্সের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ৮ এর। যেখানে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। এবারের টুর্নামেন্টে পারফর্ম করে ক্রিকেটাররা জিতেছেন পুরস্কার।
মুলতান সুলতান্সের ফাস্ট বোলার ইহসানউল্লাহ ইমার্জিং ক্যাটাগরি থেকে দল পেলেও হয়েছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। যেটা নির্বাচন করছেন পিএসএল ৮ এর টেকনিক্যাল কমিটি চেয়ার হারুন রশিদ, ধারাভাষ্যকার বাজিদ খান, ড্যারেন গঙ্গা, নিক নাইট ও সানা মির।
ইহসানউল্লাহই প্রথম ক্রিকেটার যিনি কিনা পিএসএলে ইমার্জিং ক্যাটাগরি থেকে এসে টুর্নামেন্ট সেরা হয়েছেন। এর আগে এই পুরস্কার জিতেছেন- রবি বোপারা (২০১৬, করাচি কিংস), কামরান আকমল (২০১৭, পেশোয়ার জালমি), লুক রনকি (২০১৮, ইসলামাবাদ ইউনাইটেড, শেন ওয়াটসন (২০১৯, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স), বাবর আজম (২০২০, করাচি কিংস), শোয়েব মাকসুদ (২০২১, মুলতান সুলতান্স), মোহাম্মদ রিজওয়ান (২০২২, মুলতান সুলতান্স)।
🌟 MVPs 🌟
The HBLPSL player of the tournament award winners through the years 🏆#HBLPSL8 | #SabSitarayHumaray | #MSvLQ pic.twitter.com/a5dDGkMcOF
— PakistanSuperLeague (@thePSLt20) March 18, 2023
এই টুর্নামেন্টে ৭.৫৯ ইকোনমিতে ২২ উইকেট নিয়েছেন ইহসানউল্লাহ। যে পারফরম্যান্সের জেরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও সুযোগ পেয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা বোলারও হয়েছেন তিনি। এর আগে এই তকমা পান- আন্দ্রে রাসেল (২০১৬), সোহেল খান (২০১৭), ফাহিম আশরাফ (২০১৮), হাসান আলি (২০১৯), শাহীন শাহ আফ্রিদি (২০২০), শাহনেওয়াজ দাহানি (২০২১) ও শাদাব খান (২০২২)।
টুর্নামেন্ট সেরা ব্যাটার হয়েছেন মুলতান সুলতান্স অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ১৪২.৮৫ স্ট্রাইক রেটে ৫৫০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে হানিফ মোহাম্মদ ক্যাপও জিতেছেন তিনি। এর আগে টুর্নামেন্ট সেরা ব্যাটার হন- উমর আকমল (২০১৬), কামরান আকমল (২০১৭ ও ২০১৮), শেন ওয়াটসন (২০১৯), বাবর আজম (২০২০), শোয়েব মাকসুদ (২০২১) ও ফখর জামান (২০২২)।
পিএসএল ৮ এর সেরা উইকেটরক্ষকও হয়েছেন রিজওয়ান। মুলতান সুলতান্সের আব্বাস আফ্রিদি হয়েছেন টুর্নামেন্ট সেরা ইমার্জিং ক্রিকেটার। কাইরন পোলার্ড জিতেছেন টুর্নামেন্ট সেরা ফিল্ডারের তকমা। অ্যালেক্স ওয়ার্ফ হয়েছেন টুর্নামেন্ট সেরা আম্পায়ার, করাচি কিংস অধিনায়ক ইমাদ ওয়াসিম হয়েছেন টুর্নামেন্ট সেরা অলরাউন্ডার।
একনকজরে পিএসএল ৮-
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- ইহসানউল্লাহ (মুলতান সুলতান্স)- ২২ উইকেট
ব্যাটার অব দ্য টুর্নামেন্ট- মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতান্স)- ৫৫০ রান
বোলার অব দ্য টুর্নামেন্ট- ইহসানউল্লাহ (মুলতান সুলতান্স)- ২২ উইকেট
ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট- কাইরন পোলার্ড (মুলতান সুলতান্স)- ১১ ক্যাচ
উইকেটকিপার অব দ্য টুর্নামেন্ট- মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতান্স)- ১৪ ডিসমিসাল
ইমার্জিং ক্রিকেটার অব দ্য টুর্নামেন্ট- আব্বাস আফ্রিদি (মুলতান সুলতান্স)- ২৩ উইকেট
অলরাউন্ডার অব দ্য টুর্নামেন্ট- ইমাদ ওয়াসিম (করাচি কিংস)- ৪০৪ রান ও ৯ উইকেট
স্পিরিট অব ক্রিকেট- পেশোয়ার জালমি
আম্পায়ার অব দ্য টুর্নামেন্ট- অ্যালেক্স ওয়ার্ফ।