

ক্রিকেট অঙ্গনে ক্রিকেটারদের নাম নিয়ে বিভ্রাট নতুন কিছু নয়। উচ্চারণ কিংবা বাংলা লেখায় অনেক বিদেশির নামই বদলে ফেলা হয়, হয়তো অজান্তেই। আজ আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় তাওহীদ হৃদয়ের। এতো দিন প্রায় সবাইই তার নাম বাংলায় লিখে আসছিল তৌহিদ হৃদয়। আজ নিজেই দূর করলেন নাম বিভ্রাট।
আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকেই ৯২ রানের অনবদ্য ইনিংস খেলে তাওহীদ হৃদয়ের হাতে ম্যাচ সেরার পুরস্কার। আসলেন অফিসিয়াল সংবাদ সম্মেলনেও। নিজের নাম নিয়ে কনফিউশন দূর করলেন হৃদয়, ‘তাওহীদ নামে ডাকলে খুশি হই, এর একটা সুন্দর অর্থ আছে।’
নামের সঠিক উচ্চারণ কি শোনা যাক হৃদয়ের মুখ থেকেই,
‘আমার আসল নাম হচ্ছে তাওহীদ হৃদয়। সবাই তৌহিদ হৃদয় বলে। আমি এটা অনেক জায়গাতেই বলেছি। যখন থেকে অনূর্ধ্ব-১৯ দলে খেলি তখন থেকেই। কিছু জায়গায় দেখি। এখনও দেখি বেশির ভাগ জায়গায় এটা চলতেছে।’
‘আমার নাম তাওহীদ হৃদয় ডাকলে ভালো লাগে। তাওহীদের সুন্দর একটা মিনিং আছে তো। এর বানান হচ্ছে (ইংরেজি) টি এর পর এ হবে। (বাংলায়) ত আকারের পর ও।’
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন। সময়ের বদলে জাতীয় দলে সাকিব, মুশফিকদের সঙ্গে। এমন অর্জনে বাবা-মার প্রতিক্রিয়া জানাতে গিয়ে হৃদয় বলেন,
‘আসলে প্রত্যেক বাবা-মা’য়ের প্রতিক্রিয়াই ভালো হওয়ার কথা। আমার বাবা-মাও খুশি হয়েছে। আমার মা বেশি খুশি হয়েছে। আসলে উনি তো আমাকে ছোট থেকে বড় করেছেন। আমার পড়াশোনার জন্য উনি অনেক চাপ দিত। কিন্তু আমি আসলে পড়াশোনার দিকে অত বেশি মনোযোগী ছিলাম না। যতটুকু সময় পেতাম মাঠেই থাকতাম। আলহামদুলিল্লাহ আমার বাবা-মা খুশি হয়েছে। আশা করছি সবাই অনেক খুশি হয়েছে।’