দাপুটে পারফরম্যান্সেও দলকে জেতাতে পারলেন না সাব্বির হোসেন

দাপুটে পারফরম্যান্সেও দলকে জেতাতে পারলেন না সাব্বির হোসেন
Vinkmag ad

রাদার্স ইউনিয়নের ব্যাতার সাব্বির হোসেন করেছেন সেঞ্চুরি, দাপুটে ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও, তবে তাতে জেতেনি দল। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রান্তিক নওরোজ নাবিল ও শাহাদাত হোসেন দিপুর উদ্বোধনী জুটিতে আসে ৮৯ রান। ১৭.৩ ওভার স্থায়ী জুটি ভাঙে ৪৭ বলে ৪৩ রান করা দিপু রাহাতুল ফেরদৌসের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়লে।

তিনে নামা অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১৬), চারে নামা নাসির হোসেন (১১), পাঁচে নামা আদিল আমিন (১৩) শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।

ফিফটি পার করা প্রান্তিক নওরোজ নাবিল অবশ্য পুড়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপে। ১১৩ বলে ৪ চার ও ২ ছয়ে ৮৩ রান করা নাবিল দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান স্কোরবোর্ডে জমা করে প্রাইম ব্যাংক। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৩ উইকেট নেন সাব্বির হোসেন। ১ টি করে শিকার আসাদুল্লাহ হিল গালিব, সনজিত সাহা ও রাহাতুল ফেরদৌসের।

বল হাতে ৩ উইকেট নেবার পর ব্যাট হাতেও জ্বলে ওঠেন সাব্বির হোসেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি আনিসুল ইসলাম (৪০) ছাড়া আর কেউই।

১১৮ বল খেলে ৯ চার ও ৮ ছক্কায় ১২৫ রান করেন সাব্বির। তার এই দাপুটে ইনিংসের পরেও ৪০.১ ওভারে ২১০ রানে অলআউট হয় ব্রাদার্স। প্রাইম ব্যাংক ম্যাচ জেতে ৫৮ রানে।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে ৪ উইকেট নেন রেজাউর রহমান রাজা। ৩ উইকেট নেন রুবেল হোসেন। অলক কাপালির শিকার ২ টি, ১ উইকেট নেন নাসির হোসেন।

৯৭ প্রতিবেদক

Read Previous

সিলেটে টাইগারদের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

Read Next

নামের সঠিক বানান ও উচ্চারণ জানালেন হৃদয়

Total
0
Share