

জাতীয় দলের ভাবনার অনেকটা বাইরে চলে যাওয়া সাব্বির রহমান ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) করেছেন অপরাজিত সেঞ্চুরি। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাব্বিরের সেঞ্চুরিতে সিটি ক্লাবকে অনায়াসে হারিয়েছে লেজেন্ডস অব রুপগঞ্জ।
টসে জিতে আগে সিটি ক্লাবকে ব্যাট করতে পাঠায় লেজেন্ডস অব রুপগঞ্জ। সিটি ক্লাবের প্রথম ৮ ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করেন। তবে ফিফটি আসে কেবল তিনে নামা আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে। ৭৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৫১ রান করেন মামুন।
এছাড়া আর ৩০ পার করেন ক্কেবল আসিফ আহমেদ রাতুল (৩২ বলে ৩ চার ও ১ ছয়ে ৩১)। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করে থামে সিটি ক্লাব।
লেজেন্ডস অব রুপগঞ্জের পক্ষে ৩ উইকেট নেন নাইম ইসলাম জুনিয়র। ২ টি শিকার আল আমিন হোসেনের। ১ টি করে উইকেট পান সোহাগ গাজী ও জাওয়াদ রোয়েন।
জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেট হারালেও সিটি ক্লাবকে বিপাকে পড়তে দেননি বাকিরা। অপর ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ৩৯ রান।
তিনে নেমে সাব্বির রহমান খেলেন চোখ ধাঁধানো এক ইনিংস। ১০৭ বলে ১৮ চারে সাজান অপরাজিত ১১০ রানের ইনিংসটি।
সাব্বিরকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক ইরফান শুক্কুর। ৭৪ বলে ৮ চার ও ২ ছয়ে ঠিক ৭৪ রান করেন তিনি। চিরাগ জানি ব্যাটিংয়ে এসে বাকি কাজটা সারেন (১৩ বলে ১৫*)।
৪১.২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় লেজেন্ডস অব রুপগঞ্জ। ম্যাচসেরার পুরস্কার সঙ্গত কারণেই পান সাব্বির রহমান।
সিটি ক্লাবের পক্ষে ১ টি করে উইকেট নেন আসিফ হাসান ও আসিফ আহমেদ রাতুল।