

ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের দাপট ধরে রেখেছে ২০২২-২৩ মৌসুমেও। টানা দুই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে নুরুল হাসান সোহানের দল। সাইফ হাসানের সেঞ্চুরির দিনে আজ তারা হারিয়েছে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) এর ৩ নম্বর গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সাইফ হাসান ও সৈকত আলি মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ১২৭ রান। ২৬.৪ ওভার স্থায়ী জুটি ভাঙে সৈকত আলিকে আরাফাত সানি ফেরালে। ৮৮ বলে ৯ চার ও ২ ছয়ে ৭৮ রান করেন সৈকত।
সাইফ হাসান শুরুটা করেন ধীরে। পঞ্চাশ পূর্ণ করতে খেলেন ৭৮ বল। তবে এরপর রান তোলার গতি বাড়ান এই ডানহাতি ব্যাটার। পরের পঞ্চাশ তুলতে খেলেন মাত্র ২৬ বল। শেষমেশ ১১২ বলে ৬ চার ও ৭ ছয়ে ১০৮ রান করে থামেন তিনি।
ঝড়ো ইনিংস খেলেন তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি। ৫৭ বলে ৬ চার ও ৪ ছয়ে তার ব্যাট থেকে আসে ৮০ রান। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান স্কোরবোর্ডে জমা করে শেখ জামাল। অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে ৩ উইকেট নেন অধিনায়ক আবু হায়দার রনি। ১ টি করে উইকেট পান আরাফাত সানি ও জাহিদ জাভেদ।
ব্যাট হাতে দাপট দেখানোর দিন বল হাতেও কার্যকরী ছিলেন সাইফ হাসান। অগ্রনী ব্যাংকের ৩ ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। সেটাও ৫.৪ ওভার বল করে ১৮ রান খরচে।
শফিকুল ইসলাম ও পারভেজ রসুল নেন ২ টি করে উইকেট। রবিউল ইসলাম রবি ও আরিফ আহমেদ ১ টি করে উইকেট নিলে ৩১.৪ ওভারেই ১১৪ রানে অলআউট হয় অগ্রনী ব্যাংক।
অগ্রনী ব্যাংকের পক্ষে ২০ এর গন্ডি পার করতে পারেন কেবল মোহাম্মদ ইলিয়াস (২৪) ও জাহিদ জাভেদ (২৪*)। ২০৩ রানের বিশাল জয় পায় শেখ জামাল, অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন সাইফ হাসান।