সাকিব, হৃদয়ের দাপটে বাংলাদেশের পাহাড়সম সংগ্রহ

featured photo updated v 22
Vinkmag ad

সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। অভিষেকেই তৌহিদ হৃদয় বাজিমাত করলেন। তবে দারুণ খেলেও সেঞ্চুরি পাওয়া হল না সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের। ৭ ও ৮ রানের আক্ষেপ দু’জনের। মুশফিকের ব্যাট থেকে আসে ৪৪ রানের ক্যামিও। আর তাতেই বাংলাদেশের স্কোরবোর্ডে ৩৩৮ রান।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন এটিই। এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৩৩৩/৮।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলপতি তামিম ইকবাল উইকেট খুইয়েছেন শুরুতেই। মার্ক অ্যাডায়ারের বলে স্লিপে ক্যাচ তুলে ফেরার আগে ৯ বলে কেবল ৩ রান তামিমের। তিনে নামা শান্তকে নিয়ে এরপর লড়াই চালান আরেক ওপেনার লিটন দাস।

তবে প্রথম পাওয়ার-প্লের শেষ ওভারে লিটনকে বিদায় করেন কুর্টিস ক্যাম্ফার। ৩১ বল খেলা লিটনের ব্যাট থেকে আসে ২৬ রান। সাকিব আল হাসানের সঙ্গে বড় জুটি গড়তে ব্যর্থ ইন-ফর্ম শান্ত। অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা আর্ম বলে ভাঙে শান্ত’র (২৫) স্টাম্প। দলীয় ৮১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

পাঁচে নেমে সাকিবের সঙ্গে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যান অভিষেক ওয়ানডে খেলতে নামা তৌহিদ হৃদয়। সাকিব শুরু ধীরগতির করলেও ওয়ানডেতে নিজের সাত হাজার রানের মাইলফলক ছুঁতে ভুল করেননি সাকিব। দ্বিতীয় বাংলাদেশি ও ৪৪তম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিবের এই রেকর্ড। এরপরই পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম অর্ধশতক।

সাকিবের পর ৫৫ বলে ৫ চারে পঞ্চাশ পূর্ণ করেন তৌহিদ হৃদয়। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ফরহাদ রেজা ও নাসির হোসেন রেকর্ড টপকে ওয়ানডে অভিষেক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এখন হৃদয়ের।

ফিফটি হাঁকিয়ে রীতিমতো ভয়ংকর হয়ে উঠেন সাকিব। হ্যারি টেক্টরের করা ইনিংসের ৩৫তম ওভারে পাঁচ বাউন্ডারিতে তুলে নিলেন মোট ২২ রান। ওভারের শুরুর তিন বলে চারের হ্যাটট্রিক, পরের বলে ডাবল। বাকি দুই বলে হাঁকালেন আরও দুই বাউন্ডারি। দারুণ খেলতে থাকা সাকিব নিশ্চিতভাবেই সেঞ্চুরির পথে ছিলেন।

১০ম ওয়ানডে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও পারলেন না সাকিব। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। ৮৯ বলে ৯৩ রানে থামে সাকিবের ইনিংস। যেখানে ছিল ৯টি চারের মার।

মুশফিকুর রহিম এদিন শুরু থেকেই মারকুটে মেজাজে। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে আইরিশ বোলারদের রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেন মুশফিক।

শেষপর্যন্ত মুশফিক বিদায় নেন ব্যক্তিগত ৪৪ রানে। মাত্র ২৬ বলে সমান ৩ চার ও ছয়ে এই ক্যামিও ইনিংস খেলেন মুশফিক। গ্রাহাম হিউমের এই ওভারে উইকেট হারান তৌহিদ হৃদয়ও। সাকিবের মতো তিনিও পুড়েছেন সেঞ্চুরির আক্ষেপে। ফেরার আগে ৮৫ বলে খেলেছেন ৯২ রানের এক অনবদ্য ইনিংস। বিশাল এক ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ১১ রানে থাকা তাসকিনকে ফিরিয়ে হিউমের ঝুলিতে চতুর্থ উইকেট।

ইয়াসির আলি রাব্বি ইনিংসের শেষ ওভার শুরু করেছিলেন ছয় হাঁকিয়ে। পরের বলে দৌড়ে ডাবল নিতে গিয়ে হয়েছেন রান-আউট। ১০ বলে করেন ১৭। 

৪০ ওভারে ২৪২ রানে থাকা বাংলাদেশ বাকি দশ ওভারে করেছে ৯৬ রান। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে ৩৩৮ রান। অপরাজিত থাকা নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ১১ রান।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুশফিকের ব্যাট দিয়ে হৃদয়ের ফিফটি, সিলেটে যে রেকর্ড সামনে এলো

Read Next

সাইফের সেঞ্চুরিতে অগ্রনী ব্যাংককে উড়িয়ে দিল শেখ জামাল

Total
0
Share