মুশফিকের ব্যাট দিয়ে হৃদয়ের ফিফটি, সিলেটে যে রেকর্ড সামনে এলো

মুশফিকের ব্যাট দিয়ে হৃদয়ের ফিফটি, সিলেটে যে রেকর্ড সামনে এলো
Vinkmag ad

বাংলাদেশের পক্ষে ১৪০ তম ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই ডানহাতি ব্যাটার অভিষেকেই তুলে নিয়েছেন ফিফটি।

বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে ফিফটি করা ৩য় ব্যাটার তৌহিদ হৃদয়। এর আগে ফরহাদ রেজা ও নাসির হোসেনের আছে এই রেকর্ড।

২০০৬ সালের ৩০ জুলাই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ঠিক ৫০ রান করেছিলেন ফরহাদ রেজা। ৬৬ বল খেলা ফরহাদ রেজার ইনিংসে ছিল ৪ টি চার ও ১ টি ছক্কা।

২০১১ সালের ১৪ আগস্ট একই প্রতিপক্ষের বিপক্ষে, একই ভেন্যুতে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন নাসির হোসেন। ৯২ বল খেলা নাসিরের ইনিংসে ছিল ৬ টি চার।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ফরহাদ রেজা ও নাসির হোসেনের পদাঙ্ক অনুসরণ করে ফিফটি তুলে নেন অভিষিক্ত তৌহিদ হৃদয়।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

পাঁচে নেমে ৫৫ বলে ৫ চারে পঞ্চাশ পূর্ণ করেন তৌহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বলে বিবেচিত মুশফিকুর রহিমের ব্যাট নিয়েই আজ খেলতে নেমেছেন হৃদয়।

নিজের ব্যাটে এমআর১৫ খোদাই করে লেখা থাকে মুশফিকুর রহিমের। তৌহিদ হৃদয় যে ব্যাট নিয়ে খেলতে নেমেছেন সেটিতেও এটি লেখা। আন্তর্জাতিক ক্যারিয়ার কেবলই শুরু, তাই হয়তো ব্যাটে কোন স্পন্সরের স্টিকার নেই হৃদয়ের। এমন ব্যাটিং করতে থাকলে সেটা আসতে সময় লাগার কথা না।

৯৭ প্রতিবেদক

Read Previous

আরসিবি শিবিরে যত দামে যুক্ত হলেন মাইকেল ব্রেসওয়েল

Read Next

সাকিব, হৃদয়ের দাপটে বাংলাদেশের পাহাড়সম সংগ্রহ

Total
0
Share