

ইনজুরির কারণে ইংলিশ ব্যাটার উইল জ্যাকসের আইপিএলের গোটা আসর থেকে ছিটকে যাবার খবরের পর থেকেই গুঞ্জন ছিল নিউজিল্যান্ড অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল হবেন তার বিকল্প। হলোও তাই, আজ আনুষ্ঠানিকভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) শিবিরে যুক্ত হয়েছেন ব্রেসওয়েল।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে যে মাইকেল ব্রেসওয়েল হয়েছেন উইল জ্যাকসের রিপ্লেসমেন্ট।
🚨 NEWS 🚨
Michael Bracewell joins Royal Challengers Bangalore as a replacement for Will Jacks.
Details 👇 #TATAIPL https://t.co/rXQlYkJo9N pic.twitter.com/aVmbIjntEw
— IndianPremierLeague (@IPL) March 18, 2023
🔊 ANNOUNCEMENT 🔊
Michael Bracewell of New Zealand will replace Will Jacks for #IPL2023.
The 32-year-old all-rounder was the top wicket taker for Kiwis during the T20I series in India, and scored a fighting 140 in an ODI game. 🙌#PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/qO0fhP5LeY
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 18, 2023
উইল জ্যাকসকে নিলামে ৩.২ কোটি ভারতীয় রুপিতে দলে টেনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারই প্রথম আইপিএল খেলার সুযোগ এসেছিল তার সামনে।
এই উইন্টারেই ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হয় উইল জ্যাকসের। দ্রুতই নজর কাড়া জ্যাকসকে ৩.২ কোটি ভারতীয় রুপিতে দলে টানে আরসিবি।
২৪ বছর বয়সী উইল জ্যাকস ২০২২ ভাইটালিটি ব্লাস্টে ১৫ ম্যাচে করেন ৪৪৯ রান, ১৪২.০৮ স্ট্রাইক রেটে। এসএ২ এর প্রথম আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ২০১.৪৯ স্ট্রাইক রেটে করেন ২৭০ রান।
এছাড়া পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ও বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এও নিজের কার্যকরীতা প্রমাণ করেছেন উইল জ্যাকস। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াডে বিবেচনায় আছেন উইল জ্যাকস।
উইল জ্যাকসের বিকল্প মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে ১৬ টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ব্যাট হাতে ১১৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ২১ উইকেট। তাকে দলে টানতে ১ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।