

দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের কথা ভুলেই যেতে বসেছিল সবাই। তবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে টাইগারদের সামনে আরও এক ওয়ানডে সিরিজ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজ নেই টাইগার একাদশে। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। টি-টোয়েন্টির পর ওয়ানডে অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।