

কোয়ালিফায়ারে শোচনীয় পরাজয়ের পর এলিমিনেটরের ২য় পর্যায়ে এসে পুনরুজ্জীবন পেয়েছে লাহোর কালান্দার্স। বাঁচা-মরার লড়াইয়ে পেশোয়ার জালমিকে তারা হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। ফাইনালে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতান্স।
How many RTs for back to back @thePSLt20 titles?#QalandarHum #QalandarsCity pic.twitter.com/aellyxS2K6
— Lahore Qalandars (@lahoreqalandars) March 18, 2023
প্রথমে ব্যাটিং পাওয়া জালমি শুরুতে তাদের ইনফর্ম ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে বসে। তবে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হারিসের দারুণ ব্যাটিংয়ের কল্যাণে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল জালমি। ২য় উইকেটে এরা ৮৯ রানের জুটি গড়ে তোলে।
পরবর্তীতে জালমি দ্রুত রান তোলায় ব্যর্থ হলে ৫ উইকেটে ১৭১ রানে থামতে বাধ্য হয়। হারিস ৫৪ বলে ১১ চার ও ২ ছয়ে ৮৫ রানের চমৎকার এক ইনিংস খেলেন। এছাড়া বাবর ৪২ ও ভানুকা রাজাপাকসে অপরাজিত ২৫ রান করেন।
লাহোরের পক্ষে রাশিদ খান ও জামান খান ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার মীর্জা বেগের চমকপ্রদ ব্যাটিংয়ে ভালোভাবে লক্ষ্যের দিকে ছুটতে থাকে লাহোর। ৪২ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের জয়ের রাস্তা সহজ করে দেন।
এরপর স্যাম বিলিংসের ২৮, সিকান্দার রাজার ২৩ ও অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির অপরাজিত ১২ রানের সুবাদে ৭ বল হাতে রেখে জয় পেয়ে যায় লাহোর।
জালমির পক্ষে আজমাতুল্লাহ ওমরজাই ২ উইকেট পান।
ম্যাচ সেরা হয়েছেন মীর্জা বেগ।
সংক্ষিপ্ত স্কোর:
পেশোয়ার জালমি: ১৭১/৫ (২০), সাইম ৯, বাবর ৪২, হারিস ৮৫, ক্যাডমোর ০, রাজাপাকসে ২৫*, জামাল ১, হাসিবুল্লাহ ৫*; শাহীন আফ্রিদি ৪-০-৪১-১, জামান ৩-০-২০-২, রাশিদ ৪-০-৪২-২
লাহোর কালান্দার্স: ১৭৬/৬ (১৮.৫), মীর্জা ৫৪, ফখর ৬, আহসান ১৫, শফিক ১০, বিলিংস ২৮, রাজা ২৩, ভিসা ৯*, শাহীন আফ্রিদি ১২*; ওমরজাই ৪-০-৩১-২, ওয়াহাব ৩-০-২০-১, জামাল ৩-০-৩২-১, ইরশাদ ৩.৫-০-৪২-১
ফলাফল: লাহোর কালান্দার্স ৪ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: মীর্জা বেগ (লাহোর কালান্দার্স)