ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড
Vinkmag ad

মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা চূড়ান্ত ছিল। তবে আইরিশরা এই ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ডে। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আয়ারল্যান্ড ক্রিকেট জানায় ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।

২০২৩ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলতে এই সিরিজ আইরিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতোমধ্যেই কোয়ালিফাই করেছে। আইরিশদের কোয়ালিফাই করতে এই সিরিজ ৩-০ তে জেতা চাই।

দুই দলেরই আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে এটিই শেষ সিরিজ। এই সিরিজে আয়ারল্যান্ড ৩-০ তে না জিতলে তাদের জুনে জিম্বাবুয়েতে বিশ্বকাপ কোয়ালিফাইং খেলতে হবে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, চেমসফোর্ড
২য় ওয়ানডে- ১২ মে, চেমসফোর্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, চেমসফোর্ড।

৯৭ প্রতিবেদক

Read Previous

পূর্ণ শক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে

Read Next

বাবরদের হতাশায় ডুবিয়ে ফাইনালে লাহোর

Total
0
Share