চমক রেখে শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

দারুণ জয়ে সিরিজে ফিরল শ্রীলঙ্কা
Vinkmag ad

শ্রীলঙ্কার চলমান নিউজিল্যান্ড সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য যথাক্রমে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এসএলসি। দুই স্কোয়াডে দুই নতুন মুখ। তবে নেই দুশমান্থ চামিরার নাম। দুই বছর পর দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল পেরেরা।

চোট কাটিয়ে এখনও পুরোপুরিভাবে ফিট না হওয়ার কারণে তারকা পেসার দুশমান্থ চামিরা উভয় স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। অপরদিকে কাঁধের অস্ত্রোপচার এবং পুনর্বাসনের দীর্ঘ সময়ের পর কুশল জেনিথ পেরেরা টি-টোয়েন্টিতে ফিরেছেন।

অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকেও ওয়ানডে দিলে ফিরিয়ে আনা হয়েছে। পেরেরা সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন, ম্যাথুসের শেষ ওয়ানডে খুঁজে পেতে আরও পিছনে যেতে হবে, যা ২০২১ সালের মার্চ মাসে।

অভিজ্ঞরা ছাড়াও, আনক্যাপড সাহান আরাচিগে এবং লাসিথ ক্রসপুলে প্রথমবারের মতো শ্রীলঙ্কা জাতীয় দলে। আরাচিগে ওডিআই স্কোয়াডে, ড্যাশিং ওপেনার ক্রসপুলেকে টি-টোয়েন্টিতে রাখা হয়েছে।

ওডিআই স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নুওয়ানিদু ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েললাগে, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমার, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারত্নে এবং মাথিশা পাথিরানা।

টি-টোয়েন্টি স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা, লাসিথ ক্রুসপুলে, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিদু ফার্নান্দো, মাহেশ থিকশানা, দুনিথ ওয়েললাগে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা এবং প্রমোদ মদুশান।

৯৭ ডেস্ক

Read Previous

আমেরিকার মেজর লিগে এবার আইপিএলের আধিপত্য

Read Next

পূর্ণ শক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে

Total
0
Share