

সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটার টিম পেইন। ব্লান্ডস্টোন এরিনা থেকে বেরিয়ে আসার সময় পেইন তার সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক টিম পেইন সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার তাসমানিয়ার হয়ে তার শেষ শেফিল্ড শিল্ড ম্যাচ খেলেছেন।
হোবার্টে কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচ ড্র, শুক্রবার বিকেলে ব্লান্ডস্টোন এরিনা থেকে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থ এবং প্রতিপক্ষের কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করেছিলেন পেইন।
২০০৫ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর থেকে পেইন ৯৫টি শেফিল্ড শিল্ড ম্যাচে তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন – তিনি ২৯৬টি ডিসমিসাল দিয়ে তার ক্যারিয়ার শেষ করেছেন, এটি একটি অনন্য রেকর্ড। এছাড়া ব্যাট হাতে সংগ্রহ করেছেন মোট ৪১১৪ রান।
পেইন ৩৫ টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।