নেপাল ক্রিকেট, ক্রিকেটার ও সমর্থকদের বন্দনায় মুখর টুইটার

20230317 111127
Vinkmag ad

সমস্ত প্রতিকূলতার বিপরীতে সংযুক্ত আরব-আমিরাতের বিরুদ্ধে নাটকীয় জয়ের মাধ্যমে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে খেলার স্থান নিশ্চিত করেছে নেপাল। ক্রিকেটার থেকে শুরু করে নেপালি সমর্থকরাও প্রশংসায় ভাসছেন এমন বড় সাফল্যের পর।

নেপালের অটল চেতনা এবং জয়ের নিরলস সাধনা তাদেরকে সংযুক্ত আরব-আমিরাতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেতে সাহায্য করেছে! অভিনন্দন দল নেপাল এবং সমস্ত সমর্থক যারা এই ঐতিহাসিক কৃতিত্ব একসাথে উদযাপন করতে উপস্থিত হন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে!

ক্রিকেটের কী ঐতিহাসিক দিন। নেপালের যা একসময় প্রায় অসম্ভব বলেই মনে হয়েছিল। বিশ্বাস, ঐক্য, দলগত মনোভাব এবং কঠোর পরিশ্রমের সম্পূর্ণ প্রমাণ। এদিন ২০ হাজারেরও বেশি মানুষ মাঠে এসে নেপাল দলকে সমর্থন যুগিয়েছে। এমনকি মহিলা ও শিশুদের সম্ভাব্য ভিড়ের কারণে উপস্থিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল!

এমন ইতিহাস লেখা জয়ের পর নেপাল ক্রিকেট, ক্রিকেটার ও সমর্থকরা রীতিমতো ভাসছে প্রশংসা বন্যায়।

 

৯৭ ডেস্ক

Read Previous

আম্পায়ারদের আইসিসি এলিট প্যানেল থেকে আলিম দারের পদত্যাগ

Read Next

গার্ড অব অনার পেয়ে শেফিল্ড শিল্ড ছাড়লেন পেইন

Total
0
Share