ফরহাদ-বিপ্লবের ব্যাটে ম্লান মুমিনুল, নাইমের জোড়া ফিফটি

FB IMG 1678986197369
Vinkmag ad

ডিপিএলে লো-স্কোরিং ম্যাচে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ফরহাদ রেজা। ম্লান হয়ে গেল রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুমিনুল হক ও নাইম ইসলামের ধীরগতির জোড়া অর্ধশতক। হার-না-মানা ফিফটিতে শাইনপুকুরের নায়ক আমিনুল ইসলাম বিপ্লব।

সাভারের বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ৩ মাঠে টসে হেরে আগে ব্যাট করে নাইম ইসলামের রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। দুই ওপেনার ফিরেছেন দ্রুত। ইমতিয়াজ হোসেন ১৯ ও ইমরান উজ জামান আউট হন ব্যক্তিগত ১১ রানে।

এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাইম ইসলামের ধীরগতির ব্যাটিংয়ে এগোয় রুপগঞ্জ টাইগার্স। ফিফটি হাঁকিয়ে ৬৫ রানে থামে মুমিনুলের ইনিংস। ১০২ বলের ইনিংসে কেবল পাঁচ বাউন্ডারি। শামীম হোসেন পাটোয়ারী সহ মিডল অর্ডারের তিন ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছানোর আগেই নিয়েছেন বিদায়।

১০৪ বলের হার-না-মানা ইনিংসে নাইম ইসলাম অপরাজিত থাকেন ৮৬ রানে। শেষবেলায় সানজামুল ইসলামের ব্যাট থেকে আসে ১৪ রান। ফলে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব দাঁড় করায় ২১৬ রানের সংগ্রহ।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ফরহাদ রেজা বল হাতে শিকার করেছেন সর্বোচ্চ ২ উইকেট। ৫.২৫ ইকনোমিতে ৪২ রান খরচায়।

লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই শাইনপুকুরের স্কোরবোর্ডে পঞ্চাশ রান। মুকিদুল ইসলাম মুগ্ধ ফেরান ৩৪ রান করা খালিদ হাসানকে। আরেক ওপেনার অভিষেক মিত্র করেন ২০ রান। অধিনায়ক অমিত হাসান ৯ রান করতেই মুগ্ধ’র দ্বিতীয় শিকারে বিদায় নেন।

ওপেনার শামসুর রহমান শুভ এদিন পাঁচে নেমে করেছেন এক রান। ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা শাইনপুকুরকে এরপর টেনে তুলেন লঙ্কান ব্যাটার সঙ্গীত ক্যোরে ও আমিনুল ইসলাম। ৮৭ রানের এই ম্যাচজয়ী জুটি ভাঙে ৫৬ রান করে ক্যোরে বিদায় নিলে। এরপর সাজ্জাদুল ইসলামকে ফিরিয়ে মুকিদুল মুগ্ধ দখলে নেন ৪র্থ উইকেট।

আমিনুল ইসলাম বিপ্লব দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান জয়ের পথে। তাকে এসে দারুণভাবে সঙ্গ দেন ফরহাদ রেজা। ৮০ বলে ফিফটি পূর্ণ করে শাইনপুকুরকে জিতিয়েই মাঠ ছাড়েন বিপ্লব। ফরহাদ রেজা অপরাজিত থাকেন ৩৩ বলে ৩৬ করে। আর তাতেই ২২ বল হাতে রেখে শাইনপুকুরের ৪ উইকেটের রোমাঞ্চকর জয়।

৯৭ ডেস্ক

Read Previous

রনি-রিয়াদের জোড়া ফিফটির পরও ফতুল্লায় উড়ে গেল মোহামেডান

Read Next

আম্পায়ারদের আইসিসি এলিট প্যানেল থেকে আলিম দারের পদত্যাগ

Total
0
Share