

মোহামেডানকে ১২৮ রানে হারাল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় দিনে নারায়নগঞ্জে পাত্তাই পেল না মোহামেডান। গাজী গ্রুপের ৩৪৯ রানের বিপরীতে মোহামেডানের সংগ্রহ কেবল ২২১।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তিন ফিফটিতে তাদের স্কোরবোর্ডে ৩৪৯ রান। রনি তালুকদার ৮০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিফটি হাঁকিয়েও মোহামেডানকে জয়ের ধারেকাছে নিয়ে যেতে পারেননি।
২২১ রান সংগ্রহ করে মাত্র ৩৯.২ ওভারেই গুটিয়ে যায় মোহামেডানের শক্তিশালী ব্যাটিং লাইন। ফলে ১২৮ রানের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তরুণ ব্যাটার মেহেরব হাসান মাত্র ৪৩ বলে ৬২ রানের হার-না-মানা ইনিংসে পেয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার।
গাজী গ্রুপের প্রথম তিন ব্যাটার আউট হয়েছেন যথাক্রমে ২৯, ৩৪ ও ৩৯ রানে। দুই ওপেনার মেহেদী মারুফ ও হাবিবুর রহমান সোহান হয়েছেন খালেদ আহমেদের শিকার। এরপর তিন ব্যাটার হাঁকিয়েছেন ফিফটি। ভারতীয় অলরাউন্ডার রবি তেজা করেন ৬৬, অধিনায়ক আকবর আলি বিদায় নেন ব্যক্তিগত ৫৯ রানে।
মেহেরব হাসান ৪৩ বল খেলে অপরাজিত থাকেন ৬২ রানে। শেষদিকে মাহমুদুল হাসানের ১৩ বলে ২৭ রানের ক্যামিও। ৭ উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সংগ্রহ ৩৪৯।
বল হাতে মোহামেডানের পেসার খালেদ আহমেদ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করলেও রান দিয়েছেন ৭৫। এছাড়া আবু জায়েদ রাহির ঝুলিতে দুই উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে ব্যক্তিগত ইনিংস বড় করার আগেই বোল্ড সৌম্য সরকার। আগের দিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৮ করা সৌম্য এদিন আউট হয়েছেন কেবল ১৬ রানে। অধিনায়ক ইমরুল কায়েস বিদায় নেন ৩২ বল খেলে ২৯ করে।
এরমাঝেই দাপট দেখিয়ে ফিফটি তুলে নেন রনি তালুকদার। শেষপর্যন্ত রনি উইকেট হারান ব্যক্তিগত ৮০ রানে। ৬১ বলে খেলা তার এই ইনিংস সাজানো ১২ চার ও ১ ছয়ে। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের লড়াই। তাকে সঙ্গ দিতে এসে ব্যর্থ মাহিদুল ইসলাম অংকন (৬) ও শুভাগত হোম (১৪)।
আরিফুল হক ১ রান করতেই হয়েছেন রান-আউটের শিকার। উইকেটের আসা-যাওয়া মিছিলের মাঝে দাঁড়িয়ে রিয়াদের পঞ্চাশ। দলীয় ২১০ রানে নবম উইকেটের পতন মোহামেডানের। মাহমুদউল্লাহ রিয়াদ প্যাভিলিয়নে ফেরেন ৫৮ রানের ইনিংস খেলে। শেষপর্যন্ত ২২১ রানে অলআউট মোহামেডান।