

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর ২০২২-২৩ মৌসুম বড় জয় দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। এনামুল হক বিজয় গত আসরটা যেখানে শেষ করেছে, এবার যেন সেখান থেকেই শুরু করলেন। তার ১১৮ বলে খেলা অনবদ্য ১২৩ রানের ইনিংসে ভর করেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৪ রানের বিশাল জয় তুলে নিল আবাহনী।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে আবাহনী লিমিটেড। আগের মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয়ের এই আসর শুরু সেঞ্চুরিতে। তাকে সঙ্গ দিতে নেমে মোহাম্মদ নাইম খেলেন ৮৪ রানের দাপুটে ইনিংস।
উদ্বোধনী জুটিতেই আবাহনীর স্কোরবোর্ডে ১৫৭। তিনে নামা মাহমুদুল হাসান জয় অবশ্য ৪ রানের বেশি করতে পারেননি। এরপর আফিফ হোসেনের সঙ্গে জুটি গড়ে শতরান পূর্ণ করেন বিজয়। শেষপর্যন্ত ১২৩ রানের ইনিংসে বিদায় নেন এই ওপেনার। আফিফের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রান।
এরপর অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৪৬ রানের ক্যামিও, মাত্র ২৭ বলে। উইকেটকিপার ব্যাটার জাকের আলি অপরাজিত থাকেন ১১ বলে ২৬ করে। ব্যাটারদের আলো ছড়ানোর দিনে ৩৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে দেয় আবাহনী।
পাহাড়সম লক্ষ্য টপকাতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪৮ রান তুলতেই শেষ ৫০ ওভারের খেলা। তবে বিজয়ের সেঞ্চুরির জবাব দিলেন ব্রাদার্সের ওপেনার মিজানুর রহমান। ১০২ রানের ইনিংসে তিনি থামেন। এছাড়া মাইশুকুর রহমান ৭৩ রানের ইনিংস খেললেও দলের জন্য যথেস্ট হয়নি।
একদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হওয়া তানভীর ইসলাম আজ ঘরোয়া লিগে করলেন বাজিমাত। বল হাতে দুই উইকেট শিকারের পথে ১০ ওভারে খরচ করেন কেবল ২৭। তার স্পিন ঘূর্ণির সঙ্গে রিপন মন্ডলের পেস আগুনে পুড়ে ছাই ব্রাদার্স ইউনিয়নের ব্যাটিং লাইন।
১২৪ রানের বড় জয়ে আসর শুরু করল আবাহনী লিমিটেড। শতক হাঁকানো বিজয়ের হাতে ম্যাচসেরার পুরস্কার।