দিল্লি ক্যাপিটালসে নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলি

দিল্লি ক্যাপিটালসে নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলি
Vinkmag ad

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিসিসিআই (দ্য বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর সভাপতি থাকার সময়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পৃক্ততা থাকায় সমালোচিত হয়েছিলেন। কনফ্লিক্ট অব ইন্টারেস্টের জেরে পরে দায়িত্বও ছাড়তে হয় তাকে। এখন অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে নেই সৌরভ, তাই তাকে আবার ফিরিয়ে এনেছে দিল্লি ক্যাপিটালস।

প্রিন্স অব কোলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলিকে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে নিয়োগ দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস।

এর আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সৌরভ। ২০১৯ মৌসুমে দলটির মেন্টর ছিলেন তিনি। এছাড়া উইমেন্স আইপিএলেও সম্পৃক্ত ছিলেন সৌরভ, সম্পৃক্ত ছিলেন এসএ২০ তে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গেও।

নয়া দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমি দিল্লি ক্যাপিটালসে ফিরে উচ্ছ্বসিত। উইমেন্স দল, প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল অসাধারণ। আমি আইপিএলের আসন্ন আসরের জন্য মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালসে আমি শেষবার যখন ছিলাম তখন দলটা ভালো করেছিল। এবারে আমি ক্রিকেটারদের সঙ্গে এখন থেকেই সম্পৃক্ত। আমি তাদের দল হিসাবে খেলতে দেখতে চাই।’

২০২৩ আইপিএল শুরু হবে ৩১ মার্চ থেকে। দিল্লি ক্যাপিটালস তাদের মিশন শুরু করবে ১ এপ্রিল, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

দিল্লি ক্যাপিটালস শিবিরের অংশ বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দলটির প্রধান কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং, অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও সহ অধিনায়ক আক্সার প্যাটেল।

৯৭ ডেস্ক

Read Previous

‘আমি সুরেশ রায়না, শহীদ আফ্রিদি না’

Read Next

জাকিরের সর্বনাশে রনি তালুকদারের পৌষ মাস

Total
0
Share