

ভারতের সাবেক ক্রিকেটার এইমুহূর্তে ইন্ডিয়া মহারাজার হয়ে খেলছেন লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩ এ। গতকাল (১৫ মার্চ) ওয়ার্ল্ড জায়ান্টসের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলেন রায়না। যেখানে পুরাতন দিনের রায়নার ঝলক পাওয়া যায়।
ম্যাচ শেষে এক সাংবাদিক সুরেশ রায়নাকে জিজ্ঞাসা করেন তিনি আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ আবার ফিরে আসতে চান কিনা। কারণ তাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে ব্যাট হাতে।
এই প্রশ্নের উত্তরে সুরেশ রায়না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির উদাহরণ টানেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতুকের কারণ হয়েছে।
আফ্রিদি একাধিকবার অবসর ভেঙে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। সেটাকেই মনে করিয়ে সুরেশ রায়না উত্তর দেন,
‘আমি সুরেশ রায়না, শহীদ আফিদি না। আমি অবসর নিয়ে নিয়েছি (হাসি)।’
Suresh Raina with a hilarious comment there. Loved it, and I’m sure Shahid Afridi would love it too 😂❤️ #LegendsLeagueCricket pic.twitter.com/ZnVUMBXkCq
— Farid Khan (@_FaridKhan) March 15, 2023
সুরেশ রায়নার এমন উত্তরে সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও হয়েছে ভাইরাল।
৩৬ বছর বয়সী সুরেশ রায়না ভারতের হয়ে ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৭৮ টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা রায়নার রান যথাক্রমে ৭৬৮, ৫৬১৫ ও ১৬০৫। এছাড়া তার আছে ৬২ আন্তর্জাতিক উইকেট।
আইপিএলে অন্যতম সফল ব্যাটারের নাম সুরেশ রায়না। ২০৫ ম্যাচ খেলে ৩৯ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৫৫২৮ রান করেছেন তিনি, উইকেট নিয়েছেন ২৫ টি।