আইপিএল থেকে ছিটকে গেলেন উইল জ্যাকস

শুধু জাতীয় দলের চিন্তা করাকে ভয়ঙ্কর বলছেন উইল জ্যাকস
Vinkmag ad

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গা;ওর (আরসিবি)। ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস গোটা মৌসুম থেকে ছিটকে গেছেন ইনজুরির জেরে।

ইএসপিএনক্রিকইনফোর মতে এই তরুণ ব্যাটার বাংলাদেশ সফফরে ২য় ওয়ানডের সময় মাসেল ইনজুরিতে পড়েন। সেটাই লম্বা সময় ভোগাচ্ছে তাকে, খেলা হচ্ছে না আইপিএলের এবারের আসরে।

এই উইন্টারেই ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হয় উইল জ্যাকসের। দ্রুতই নজর কাড়া জ্যাকসকে ৩.২ কোটি ভারতীয় রুপিতে দলে টানে আরসিবি।

২৪ বছর বয়সী উইল জ্যাকস ২০২২ ভাইটালিটি ব্লাস্টে ১৫ ম্যাচে করেন ৪৪৯ রান, ১৪২.০৮ স্ট্রাইক রেটে। এসএ২ এর প্রথম আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ২০১.৪৯ স্ট্রাইক রেটে করেন ২৭০ রান।

এছাড়া পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ও বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এও নিজের কার্যকরীতা প্রমাণ করেছেন উইল জ্যাকস। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াডে বিবেচনায় আছেন উইল জ্যাকস।

সেক্ষেত্রে এই আইপিএল হতে পারত তার জন্য বড় পরীক্ষা। তবে আপাতত তা হচ্ছে না। যেকারণে টুইটারে উইল জ্যাকস জানিয়েছেন তিনি হতাশ।

‘আমি ফিরে আসব’ বার্তা দিলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তার বিকল্প খুজে নিচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর নিউজিল্যান্ড অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে ভেড়াতে চায় তারা।

৯৭ ডেস্ক

Read Previous

লাহোরকে উড়িয়ে দিয়ে পিএসএলের ফাইনালে মুলতান সুলতান্স

Read Next

‘আমি সুরেশ রায়না, শহীদ আফ্রিদি না’

Total
0
Share