১৬ তম সেঞ্চুরিতে বিজয়ের ৬০০০ পূর্ণ

১৬ তম সেঞ্চুরিতে বিজয়ের ৬০০০ পূর্ণ
Vinkmag ad

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে রেকর্ড গড়া মৌসুম কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। ডিপিএলে রানের বন্যা বইয়ে দেওয়া বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডেতে ১৬৯ রান করেন। পরে অবশ্য ভারতের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচে সাকুল্যে ৩৩ রান করে বাদ পড়েন।

তবে ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) ২০২২-২৩ এর শুরুর ম্যাচেই আবার রানের ধারায় ফিরেছেন বিজয়। এবারে আবাহনী লিমিটেডের পক্ষে খেলা বিজয় টুর্নামেন্ট শুরু করেছেন সেঞ্চুরি দিয়ে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৬ মার্চ) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড। টসে হেরে আগে ব্যাট করছে ঐতিহ্যবাহী দল আবাহনী।

এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম শেখ উদ্বোধনো জুটিতে তুলে ফেলে ১৫৭ রান। ২৫.৩ ওভার স্থায়ী জুটি ভাঙে নাইম শেখ আউট হলে। মারমুখী নাইম ১২ চার ও ১ ছয়ে ৮৫ রান করে আউট হন সাব্বির হোসেনের বলে নাদিফ চৌধুরীকে ক্যাচ দিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

নাইম শেখ সেঞ্চুরি হাতছাড়া করলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন এনামুল হক বিজয়। ১০৯ বলে ৪ টি করে চার ও ছয়ে তিন অঙ্ক স্পর্শ করেন বিজয়।

সেঞ্চুরি পুর্ণ করার পর অবশ্য হাত খুলে খেলছেন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। ৩৮ তম ওভারে সাব্বির হোসেননের এক ওভারে হাঁকান ১ ছক্কা, ২ চার।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

লিস্ট এ ক্রিকেটে এই সেঞ্চুরি দিয়ে ৬০০০ রানের গন্ডি পার করেছেন বিজয়। আজকের আগে ১৭৭ ম্যাচের ১৭২ ইনিংসে বিজয়ের রান ছিল ৫৯৩৩। আজ দিয়ে লিস্ট এ ক্রিকেটে এনামুল হক বিজয়ের সেঞ্চুরি সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ টি। এছাড়া স্বীকৃত ৫০ ওভারি ফরম্যাটে ৩১ টি ফিফটি আছে তার।

শেষমেশ ৬ টি করে চার ও ছয়ে ১১৮ বলে ১২৩ রান করে থেমেছেন বিজয়। মোহর শেখ অন্তরের বলে সাবস্টিটিউট ফিল্ডার আনিসুল ইসলামকে ক্যাচ দিয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

দিল্লি ক্যাপিটালসে ওয়ার্নারের ডেপুটি আক্সার

Read Next

লাহোরকে উড়িয়ে দিয়ে পিএসএলের ফাইনালে মুলতান সুলতান্স

Total
0
Share