দিল্লি ক্যাপিটালসে ওয়ার্নারের ডেপুটি আক্সার

দিল্লি ক্যাপিটালসে ওয়ার্নারের ডেপুটি আক্সার
Vinkmag ad

উইকেটরক্ষক ব্যাটার রিশাব পান্টকে অধিনায়ক ধরেই এগিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে সড়ক দুর্ঘটনায় আহত হপোয়া পান্ট ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। তাই নতুন অধিনায়ক খুজে নিতে হয়েছে এই ফ্র্যাঞ্চাইজিকে।

গতকাল থেকেই গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার হচ্ছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। আজ ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে এই খবর।

এক বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন। রিশাব পান্ট যিনি মাঠে ফিরতে রিহ্যাবে আছেন তার জায়গা নিয়েছেন ওয়ার্নার।’

এছাড়া ডেভিড ওয়ার্নারের ডেপুটি হয়েছেন ভারতীয় স্পিনিং অলরাউন্ডার আক্সার প্যাটেল। সেই ঘোষণায় তারা লেখে, ‘অলরাউন্ডার আক্সার প্যাটেল দলটির সহ অধিনায়কত্ব করবেন।’

নতুন দায়িত্ব পেয়ে ডেভিড ওয়ার্নার বলেন, ‘রিশাব পান্ট দিল্লি ক্যাপিটালসের দারুণ এক নেতা ছিলেন। আমরা তাকে নিশ্চিতভাবেই মিস করব। আমি ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই কারণ তারা আমার ওপর সবসময় বিশ্বাস রেখেছে। এই ফ্র্যাঞ্চাইজি আমার জন্য নিজের বাড়ির মত। দারুণ এক ট্যালেন্টেড গ্রুপকে নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি।’

২০২৩ আইপিএল শুরু হবে ৩১ মার্চ থেকে। দিল্লি ক্যাপিটালস তাদের মিশন শুরু করবে ১ এপ্রিল, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

দিল্লি ক্যাপিটালস শিবিরের অংশ বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দলটির প্রধান কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএলে মুস্তাফিজদের নতুন অধিনায়ক ওয়ার্নার

Read Next

১৬ তম সেঞ্চুরিতে বিজয়ের ৬০০০ পূর্ণ

Total
0
Share