

আহত রিশাব পান্টের অনুপস্থিতিতে আইপিএল ২০২৩ এ দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। পান্টকে ছাড়াই পুরো টুর্নামেন্ট খেলতে হবে দিল্লিকে, তাই নতুন অধিনায়কের কাঁধে দায়িত্ব তুলে দিতে হল।
সড়ক দুর্ঘটনায় ইনজুরড রিশান পান্টের পক্ষে আসন্ন আইপিএল খেলা যে সম্ভব নয় তা আগেই জানা গিয়েছিল। তবে অধিনায়ক কে হবেন; তা নিয়ে চলছিল গুঞ্জন। ডেভিড দিল্লি ক্যাপিটালস দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন।
ওয়ার্নার আইপিএলে এর আগেও অধিনায়কত্ব করেছে ও চ্যাম্পিয়ন হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেওয়া ওয়ার্নারের কাঁধেই এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন আক্সার প্যাটেল।
দিল্লির হেড কোচের দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী রিকি পন্টিং। ক্রিকেটীয় উপদেষ্টা হিসাবে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল।