

ডিপিএল (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) এ ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি পরিচিত মুখ। লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে গেল মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স করা চিরাগ জানি ফর্ম ধরে রেখেছেন নতুন মৌসুমেও। তার অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে মৌসুম শুরু করেছে লেজেন্ডস অব রুপগঞ্জ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টসে জিতে আগে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠান লেজেন্ডস অব রুপগঞ্জ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ওপেনার সাদমান ইসলামের ফিফটি (৭৭ বলে ৬২) ও পাঁচে নামা ভারতীয় রিক্রুট আজিম নাজির কাজীর সেঞ্চুরিতে (১০৫ বলে ১০২) ৪৪ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান করে অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব।
লেজেন্ডস অব রুপগঞ্জের পক্ষে ৩ উইকেট নেন চিরাগ জানি। ২ টি করে শিকার আল আমিন হোসেন, মাশরাফি বিন মর্তুজার। ১ উইকেট পকেটে পোরেন মুক্তার আলি।
জবাব দিতে নেমে আলোকস্বল্পতার কারণে খেলা শেষ হবার আগে ৩৮.৫ ওভারে ৩ উইকেটে ২১৫ রান স্কোরবোর্ডে জমা করে লেজেন্ডস অব রুপগঞ্জ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২০ রানে জেতে তারা।
রুপগঞ্জের পক্ষে ওপেনার মুনিম শাহরিয়ার ৪৩ রান করেন। অপর ওপেনার পারভেজ হোসেন ইমন করতে পারেননি ১৭ রানের বেশি। ১ রানের আক্ষেপে পুড়েছেন তিনে নামা সাব্বির রহমান। ৬৫ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৯ রান করেন তিনি।
তবে মারমুখী ছিলেন ইরফান শুক্কুর। ৭৭ বলে ৬ চার ও ১ ছয়ে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩৩ বলে ১ চারে ২৯ রান করে অপরাজিত থাকেন চিরাগ জানি।
সংক্ষিপ্ত স্কোরঃ
অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব ২৪৩/৮ (৪৪), আজমীর ১৩, সাদমান ৬২, জহুরুল ০, মার্শাল ০, আজিম ১০২, ইলিয়াস ৮, শরিফউল্লাহ ১৭, রনি ২৪*, সন্দ্বীপ ০, আনামুল ১*; আল আমিন ৮-০-৬৫-২, মাশরাফি ৮-১-২১-২, চিরাগ ৯-১-৩৮-৩, মুক্তার ৬-০-৩৭-১
লেজেন্ডস অব রুপগঞ্জ ২১৫/৩ (৩৮.৫), মুনিম ৪৩, ইমন ১৭, সাব্বির ৪৯, শুক্কুর ৭১*, চিরাগ ২৯*; সানি ৯-০-৪৯-১, শরিফউল্লাহ ৯-০-৪৬-১, ইলিয়াস ৪-১-১৮-১
ফলাফলঃ লেজেন্ডস অব রুপগঞ্জ ২০ রানে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)
ম্যাচসেরাঃ চিরাগ জানি (লেজেন্ডস অব রুপগঞ্জ)।