তৌহিদ হৃদয়ের দাপুটে ব্যাটিং, চ্যাম্পিয়নের মতই শুরু শেখ জামালের

তৌহিদ হৃদয়ের দাপুটে ব্যাটিং, চ্যাম্পিয়নের মতই শুরু শেখ জামালের
Vinkmag ad

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০২২-২৩ মৌসুমেও দলটি শুরু করেছে চ্যাম্পিয়নের মতোই। টুর্নামেন্ট শুরুর ম্যাচে ঢাকা লেপার্ডসকে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ঢাকা লেপার্ডসকে ব্যাটিংয়ে পাঠায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ৩৯.৩ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় ঢাকা লেপার্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার পিনাক ঘোষ। এছাড়া ৬ নম্বরে নামা মইন খান করেন ৪০ রান।

এই দুইজন ছাড়া আর ২০ বা তার বেশি রান করেছেন কেবল চতুরঙ্গ ডি সিলভা (২৫) ও মেহরাব হোসেন জোশি (২০)। ঢাকা লেপার্ডসকে অল্পতে গুটিয়ে দিয়ে ৩ টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও পারভেজ রসুল। ২ উইকেট পান শফিকুল ইসলাম। ১ টি করে শিকার জিয়াউর রহমান ও আরিফ আহমেদের।

ডাকওয়ার্থ লুইস মেথডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ১৭২। এই লক্ষ্য তাড়াতে ওপেনার সাইফ হাসানকে (৮) শুরুতে হারায় শেখ জামাল। তবে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি শেখ জামালকে।

অপর ওপেনার সৈকত আলি ৫৬ বলে ৯ চার ও ২ ছয়ে করেন ৬৩ রান। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি খেলেছেন ধীরে। অপরাজিত ৪১ রান করার পথে ৭৯ বল খেলেন তিনি। তবে ম্যাচসেরার পুরস্কার পাওয়া তৌহিদ হৃদয় ছিলেন মারমুখী। ৩০ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। ঢাকা লেপার্ডসের পক্ষে ১ টি করে উইকেয় নেন সালাউদ্দিন শাকিল ও চতুরঙ্গ ডি সিলভা।

সংক্ষিপ্ত স্কোরঃ

ঢাকা লেপার্ডস ১৬৯/১০ (৩৯.৩), সাব্বির ১৪, পিনাক ৪১, জুনায়েদ ০, নয়ন ১, আশিকুর ৫, মইন ৪০, চতুরঙ্গ ২৫, সোহরাওয়ার্দি ৬, দেলোয়ার ০, জোশি ২০, শাকিল ০*; জিয়া ৪.৩-০-৪২-১, শফিকুল ৭-০-৩৯-২, মৃত্যুঞ্জয় ৯-১-৩১-৩, পারভেজ ৯-০-২৩-৩, আরিফ ৮-১-১৮-১

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৭৩/২ (৩১.৩), সাইফ ৮, সৈকত ৬৩, রাব্বি ৪১*, হৃদয় ৫৪*; শাকিল ৫.৩-০-৩৮-১, চতুরঙ্গ ৭-০-২৩-১

ফলাফলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ তৌহিদ হৃদয় (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)।

৯৭ প্রতিবেদক

Read Previous

তাইজুলের ব্যাটার হবার দিনে রোমাঞ্চকর ম্যাচ জিতল প্রাইম ব্যাংক

Read Next

চিরাগ জানির অলরাউন্ড নৈপুণ্যে মাশরাফিদের জয়

Total
0
Share