

আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিইয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব (ডিপিএল) ২০২২-২৩ এর খেলা। প্রথম দিনে সিটি ক্লাবের মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানে জিতেছে প্রাইম ব্যাংক।
সাভারের বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ৩ মাঠে টসে হেরে আগে ব্যাট করে মোহাম্মদ মিঠুনের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বৃষ্টি বাগড়ায় ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ৬ উইকেটে ২১৬ রান করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ৭ নম্বরে নামা অলক কাপালি। ৪৭ বলে ৫ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আলা মিন জুনিয়র সমান সংখ্যক বল খেলে করেন ৪০ রান। ২৮ বল খেলে ৩১ রান করে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। কোন বাউন্ডারি না হাকালেও দুটি ওভার বাউন্ডারি হাঁকান তাইজুল।
সিটি ক্লাবের পক্ষে ২ টি করে উইকেট নেন রবিউল হক ও তৌফিক আহমেদ। ১ টি করে শিকার আসিফ হাসান ও মইনুল ইসলামের।
জবাব দিতে নেমে দুই ওপেনার দারুণ শুরু এনে দেন সিটি ক্লাবকে। ১০.৪ ওভার স্থায়ী জুটিতে আসে ৫৪ রান। ২৪ রান করে আউট হন জয়রাজ শেখ। ৩৭ বলে ৩ টি করে চার ও ছয়ে ৪২ রান করেন তৌফিক খান তুষার।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ব্যতিক্রম ছিলেন পাঁচে নামা আসিফ আহমেদ রাতুল। ৫৬ বলে ৫১ রান করেন তিনি। শেষ দিকে অধিনায়ক রবিউল হক ২২ বলে ২৯ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। ৪২ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে থামে সিটি ক্লাব।
২ টি করে উইকেট নেন তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আলিস আল ইসলাম। নাসির হোসেনের শিকার ১ টি। প্রাইম ব্যাংক জেতে ৭ রানে। ব্যাটিংয়ে ৩১* রান ও বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২১৬/৬ (৪২), নাবিল ২০, বিশাল ৫, মিঠুন ৩১, মুশফিক ২৫, নাসির ০, আল আমিন ৪০, কাপালি ৫৫*, তাইজুল ৩১*; রবিউল ৭-১-২৫-২, তৌফিক ৭-০-৩৫-২, আসিফ ৮-০-৩৬-১, মইনুল ৭-১-৪৪-১
সিটি ক্লাব ২০৯/৭ (৪২), জয়রাজ ২৪, তৌফিক ৪২, সাইফুল ১৮, আব্দুল্লাহ ১২, রাতুল ৫১, রাফসান ১৬, মইনুল ৫, রবিউল ২৯*, ইরফান ১*; তাইজুল ৮-০-৩৭-২, শফিউল ৫-০-৪০-২, আলিস ৮-০-২৯-২, নাসির ৮-১-২৬-১
ফলাফলঃ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ রানে জয়ী
ম্যাচসেরাঃ তাইজুল ইসলাম (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)।