সাকিব আল হাসান হতে বড় স্বপ্ন বুনছেন মিরাজ

ম্যাথু মট ও সাকিবের চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট যখন একই
Vinkmag ad

জস বাটলারকে মিরাজ দারুণ এক থ্রোতে রান-আউটে বিদায় করেন। বাংলাদেশের শেষ টি-টোয়েন্টির জয়টা অনেক সহজ হয়ে যায় এখানেই। মিরাজ ব্যাটে সুযোগ পাননি, বল হাতে ব্যর্থ। তবে মিরাজ চেষ্টা করেছেন, হয়েছেন সফলও। নিজেকে পরবর্তী সাকিব আল হাসান বিশ্বাস করে কিনা? এমন প্রশ্নের জবাবে মিরাজের সহজ উত্তর, ‘অবশ্যই বিশ্বাস করি’।

মিরাজ কি বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী যুগের সাকিব আল হাসান? মিরাজ নিজেই এমনটা বিশ্বাস করছেন, আর এভাবেই তিনি সামনে এগিয়ে যেতে চান। বড় স্বপ্ন বুনছেন মিরাজ, শুনিয়েছেন গণমাধ্যমকেও,

‘বিশ্বাস না করলে তো (বেশিদূর) যেতে পারব না। অবশ্যই বিশ্বাস করি। দলে যত বেশি অলরাউন্ডার থাকে, দলের অবস্থা তত ভালো থাকে। কম্বিনেশন করতে ভালো হয়। সাকিব ভাই তো বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনেই বিশ্বসেরা খেলোয়াড় দেখছি, তখন অবশ্যই আমাদেরও চাহিদা থাকে যে আমরাও একদিন হবো।’

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল মুস্তাফিজের ওভারে জস বাটলারকে করা মিরাজের রান-আউট। ব্যাটে-বলে সুযোগ না পেয়ে ফিল্ডিংয়ে দলের জয়ের অবদান রাখতে পেরে খুশি মিরাজ,

‘গতকাল আমি ব্যাটিংয়ে সুযোগ পাইনি। বোলিংও প্রথমে ভালো হয়নি। কিন্তু চেষ্টা করেছি যে আমি কী দিয়ে দলকে জেতাতে পারি। আলহামদুলিল্লাহ রান-আউট করতে পেরেছি একটা। খুব ভালো লেগেছে সারাদিন। দলের পক্ষে ফলাফল আসলে সবাই অনেক ভালো থাকে। কিন্তু আমি অনেক ভালো খেললাম, তবুও দল জিতল না তাহলে কোনো লাভ নেই।’

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মিরাজ নিজেও জানেন, তার ছোট ছোট চেষ্টাতেও দলের জন্য বাকি কাজটা সহজ হয়। মিরাজের ভাষ্য,

‘টি-টোয়েন্টি দলে আমি অনেক বছর পর ফিরেছি আলহামদুলিল্লাহ। এখানে আপনি প্রতিদিন পারফর্ম করতে পারবেন না। ছোট ছোট অবদানও টি-টোয়েন্টিতে দলের জন্য অনেক বড় হয়ে যায় দলের জন্য। আমি ওইভাবেই চেষ্টা করেছি যেন দলের সহায়তা হয়।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শান্ত-লিটনদের ক্যারিয়ার সেরা রেটিং

Read Next

শিহাবের ৯৮ ও বোলারদের দাপটে বাংলাদেশের বড় জয়

Total
0
Share