

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ দিয়েই অনলাইনে ম্যাচের টিকিট বিক্রির চেষ্টা করবেন তারা। যা আলোর মুখ দেখেছে, আইরিশদের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স সমর্থকরা দেখতে পারবেন অনলাইনে টিকিট কিনে।
বুধবার বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু নিশ্চিত করেন অনলাইনে টিকিট প্রাপ্তির কথা।
তিনি বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ থেকেই টিকিট পাওয়া যাবে অনলাইনে। আমাদের ওয়েবসাইট (https://www.tigercricket.com.bd/) থেকেই টিকিট কাটা যাবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’
আগামীকাল থেকেই টিকিট ছাড়ার কথা রয়েছে। নির্দিষ্ট শতাংশ টিকিট পাওয়া যাবে অনলাইন মারফত। তানভীর আহমেদ টিটু ৩ ভিন্ন ফরম্যাটের ম্যাচের ৩ ভিন্ন ভেন্যুর টিকিটের মূল্যও জানিয়েছেন।
টিকিটের মূল্য তালিকা-
সিলেটে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন গ্যালারি- ৩০০ টাকা
গ্রিন এরিয়া- ২০০ টাকা
ওয়েস্টার্ন গ্যালারি- ২০০ টাকা।
চট্টগ্রামের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন গ্যালারি- ৩০০ টাকা
ওয়েস্টার্ন গ্যালারি- ২০০ টাকা
মিরপুরে একমাত্র টেস্ট-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
ক্লাব হাউজ- ৩০০ টাকা
সাউদার্ন/নর্দার্ন গ্যালারি- ২০০ টাকা
ইস্টার্ন গ্যালারি- ১০০ টাকা।
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর সূচি:
১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট
১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম
একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা।