

দলে কোন ক্রিকেটার যদি এমন থাকে যাকে ফিল্ডিংয়ে লুকাতে হয় তবে তা চোখে পড়ে। বাংলাদেশের যে দলটি ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে সেই দলে অবশ্য আপনার তেমন কোন ক্রিকেটার চোখে পড়বে না। দলের ফিল্ডিং নজরে এসেছে বটে, তবে তাতে প্রশংসা ঝরছে সবার কণ্ঠে। ফিল্ডিং দিয়েও যে ম্যাচ জেতানো যায় তা আরেকবার প্রমাণ করেছে সাকিব আল হাসানের দল।
ইংলিশদের ধবলধোলাই করা সিরিজে সাকিবের দল ফিল্ডিং করেছে দারুণ। দুই-একটা সুযোগ হাতছাড়া করা ছাড়া বাকিটা সময় মুগ্ধতাই ছড়িয়েছে। সাকিব আল হাসান তো সংবাদ সম্মেলনে দাবি করে বসলেন এই দলটা এশিয়ার অন্যতম সেরা ফিল্ডিং দল। ফিল্ডিং কেই এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলছেন টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।
সাকিব বলেন, ‘অবশ্যই। যে ধরণের ফিল্ডিং আমরা করেছি সবার চোখেই পড়েছে। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল, আমার মনে হয় আমরা তাঁদের চেয়ে ভালো ফিল্ডিং করেছি। সেই জায়গায় থেকে তো অনেক বড় টিকমার্ক। সবকিছু মিলে বলব- আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ‘ফিল্ডিং’। যেটা আমাদের সবসময়ই করা উচিত। দলের পরিকল্পনা রয়েছে যেন এশিয়ার সেরা ফিল্ডিং দল হতে পারি। আমার মনে হয় না যে আমরা খুব বেশি দূরে আছি। আমার চোখে এই দলটা এশিয়ার অন্যতম সেরা ফিল্ডিং টিম।’
সিরিজ শুরুর আগে সাকিবদের চিন্তাজুড়ে ছিল কেবল ভালো ক্রিকেট খেলা। ৩ ম্যাচেই নিজেদের সেরাটা দিতে চেয়েছে সবাই। ফিল্ডিংয়ে বড় টিকমার্ক দিয়েছে দল, এমনটাই দাবি সাকিবের।
সাকিবের মতে, ‘আমরা সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি যে আমাদের ম্যাচ জিততে হবে। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি আসলে। তিন ম্যাচেই আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করিছি যে নিজেদের সেরাটা দেওয়ার। ফিল্ডিংয়ে মনে আমরা সবগুলো ম্যাচেই অসাধারন করেছি। বিশেষ করে টি-টোয়েন্টিতে- দুই, তিন, পাঁচ, দশ রান অনেক ম্যাটার করে। ঐ জায়গায়টাতে আমরা এবার অনেক বড় টিক মার্ক দিয়েছি।’