আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের হেড কোচ আবদুল রেহমান

featured photo updated v 20
Vinkmag ad

শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুল রেহমান। আগামী ২৪ মার্চ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে নতুন কোচদের নাম ঘোষণা করে। হেড কোচ আবদুল রেহমানের সাথে প্রাক্তন তারকা পেসার উমর গুল বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ ইউসুফ ও আব্দুল মজিদ যথাক্রমে ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বে।

আব্দুল রেহমান একজন অভিজ্ঞ কোচ, যিনি ঘরোয়া পর্যায়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন। তিনি খাইবার পাখতুনখোয়ার প্রধান কোচ ছিলেন, তার অধীনেই ন্যাশনাল টি-টোয়েন্টি এবং পাকিস্তান কাপ জিতেছিল দলটি। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে কায়েদ-ই-আজম ট্রফি জয়। তিনি পেশোয়ার প্যান্থার্সের প্রধান কোচ হিসেবে দুটি জাতীয় টি-টোয়েন্টি জিতেছিলেন এবং ২০১৭ সালে পাকিস্তান সুপার লিগ জয়ে পেশোয়ার জালমির সহকারী কোচ ছিলেন।

রেহমান গত চার বছর ধরে মুলতান সুলতান্স দলে অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের মুলতান সফরে তিনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন।

এছাড়া বোলিং কোচের দায়িত্ব পাওয়া উমর গুল এবছেরর শুরু পর্যন্ত আফগান জাতীয় দলের বোলিং কোচের পদে ছিলেন। এবার দেশের হয়ে শুরু হচ্ছে অভিজ্ঞ এই পেসারের কোচিং অ্যাসাইনমেন্ট।

পাকিস্তান ২২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে। শারজাহতে ২৪, ২৬ এবং ২৭ তারিখে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৯৭ ডেস্ক

Read Previous

‘আমাদের অধিনায়ক’; লিটনকে নিয়ে কেকেআরের ইঙ্গিত!

Read Next

সাকিবের চোখে সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি ও টিক মার্ক

Total
0
Share