ম্যাথু মট ও সাকিবের চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট যখন একই

ম্যাথু মট ও সাকিবের চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট যখন একই
Vinkmag ad

মিরপুরে আজ ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। শুরুতে ব্যাট করা বাংলাদেশ ২০ ওভারে স্কোরবোর্ডে তুলতে পারে ১৫৮ রান। জবাব দিতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান করে থামে। ইংল্যান্ডের ১৬ রানের পরাজয়ে নিয়ামক হিসাবে কাজ করেছে দুই দলের ফিল্ডিং।

আগে ফিল্ডিং করা ইংলিশরা আজ মাঠে ছিলেন যাচ্ছেতাই। গ্রাউন্ড ফিল্ডিংয়ে ইংলিশরা ছিল নিজেদের ছায়া হয়ে, রেহান আহমেদ, বেন ডাকেটরা ছেড়েছেন একাধিক ক্যাচ।

অন্যদিকে বাংলাদেশ ছিল অনবদ্য। একটা সময় যখন মনে হচ্ছিল ইংল্যান্ড অনায়াসে লক্ষ্যে পৌঁছে যাবে তখন মেহেদী হাসান মিরাজের ডিরেক্ট থ্রো তে রান আউট হন জস বাটলার। তার আগের বলেই ফিরেছিলেন ফিফটি করা ডেভিড মালান। এই রান আউট, ঐ ওভারকেই টার্নিং পয়েন্ট ভাবছে দুই দলই।

ম্যাচ শেষে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট কোচ ম্যাথু মট বলেন, ‘আমার মনে হয় আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট রান আউট টা। এটা অসাধারণ ফিল্ডিং ছিল। যখন জস বাটলার উইকেটে সেট তখন আপনি নিজেদের ব্যাক করবেন। আমরা ঐ ওভারে দুই উইকেট হারিয়ে ফেলি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দুই ব্যাটারের একজন উইকেটে থাকলে আমরা জিততে পারতাম।’

পরিস্থিতি আসলে তেমনই ছিল। মুস্তাফিজুর রহমান যখন ১৪ তম ওভারে বল করতে আসেন ইংল্যান্ডের রান তখন ১ উইকেটে ১০০ রান। শেষ ৪২ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৫৯ রান, হাতে ৯ উইকেট।

প্রথম বলে ৪৭ বলে ৫৩ রান করা ডেভিড মালানকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলে বেন ডাকেট দ্রুত সিঙ্গেল নেয়ার চেষ্টা করলে রান আউট হন জস বাটলার (৩১ বলে ৪০)। ডিরেক্ট থ্রোতে ইংল্যান্ড অধিনায়ককে সাজঘরের পথ দেখিয়ে আনন্দে মাতেন মিরাজ, সাকিবরা।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ঐ ওভারকে টার্নিং পয়েন্ট উল্লেখ করে বলেন, ‘ঐ ওভারটাই আসলে ইম্পরট্যান্ট ছিল। পরপর দুই বলে দুই উইকেট, দুই সেট ব্যাটার আউট হওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘সাকিব ম্যাজিশিয়ান, ওর সাথে ম্যাচ করার কেউ নেই’

Read Next

‘আমাদের অধিনায়ক’; লিটনকে নিয়ে কেকেআরের ইঙ্গিত!

Total
0
Share