‘সাকিব ম্যাজিশিয়ান, ওর সাথে ম্যাচ করার কেউ নেই’

'সাকিব ম্যাজিশিয়ান, ওর সাথে ম্যাচ করার কেউ নেই'
Vinkmag ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল সাকিব আল হাসানের ৪০০ তম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের কেবল ১১ তম ক্রিকেটার হিসাবে ৪০০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করলেন সাকিব।

সাকিবের এই মাইলফলক স্পর্শ করার ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৬ রানে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলা বাংলাদেশ সফরকারীদের করেছে হোয়াইটওয়াশ।

অধিনায়ক সাকিব আল হাসানের অধীনে তারুণ্যনির্ভর দল সবার নজর কেড়েছে। ম্যাচ শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে জিজ্ঞাসা করা হয় অধিনায়ক সাকিবকে ম্যাজিশিয়ান মনে হয় কিনা তার।

উত্তরে নাজমুল হাসান পাপন বলেন অধিনায়ক সাকিব ম্যাজিশিয়ান কিনা তা নিয়ে চিন্তা করেননি তিনি। তবে খেলোয়াড় হিসাবে সাকিব নিশ্চিতভাবে ম্যাজিশিয়ান। শুধু তাই নয়, বাংলাদেশে সাকিবের মানের আর কোন ক্রিকেটার নেই বলে মনে করেন তিনি।

পাপন বলেন, ‘ওকে (সাকিব আল হাসান) অধিনায়ক হিসাবে ম্যাজিশিয়ান মনে হয় কিনা এমন চিন্তা মাথায় আসে নাই। খেলোয়াড় হিসাবে তো ও ম্যাজিশিয়ানই। এটা অস্বীকার করার কোন ব্যাপার না। সে আমাদের সেরা খেলোয়াড়। বাংলাদেশে ওর সাথে ম্যাচ করার মতো আসলে কোন খেলোয়াড় নেই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আইরিশদের বিপক্ষে বিসিবি একাদশে সৌম্য-রাব্বি

Read Next

ম্যাথু মট ও সাকিবের চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট যখন একই

Total
0
Share