

টি-টোয়েন্টি তো বটেই, যেকোন ফরম্যাটে এই প্রথম ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সফরকারী ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে সাকিব আল হাসানের দল। এই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে খেলে প্রথমবারেই সর্বোচ্চ সাফল্য, সঙ্গত কারণেই খুশি সবাই। ব্যতিক্রম নন ক্রীড়াপ্রেমী বলে পরিচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় সিরিজ জয়ের পর মাননীয় প্রধানমন্ত্রী তাকে ফোন করেছেন কিনা।
উত্তরে বিসিবি বস জানান, সিরিজ জয়ের পর তো বটেই, খেলার প্রতিটি বল দেখা প্রধানমন্ত্রী ম্যাচের মাঝেও ফোন করেছেন একাধিকবার। লিটনকে তেড়েফুড়ে খেলতে দেখে শঙ্কাও জাগে তার মনে। অবশ্য বিসিবি প্রধান তাকে বুঝিয়ে দেন এটা ম্যাচের প্রয়োজনেই।
পাপন বলেন, ‘একবার না, একাধিকবার (ফোন করে খোঁজ নিয়েছেন)। যখন লিটন দাস মারছিল ৪-৬ তখন উনি বলছেন- ‘এই এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি!’ আমি বললাম না কোন সমস্যা নেই, আর কয়েকটা ওভার বাকি আছে। এখন মারতেই হবে। এইরকম, খেলার মাঝখানেও ফোন করছিল। প্রতিটা বল বাই বল খেলা দেখেছে, এবং খেলা শেষ হবার পর আমাকে ফোন করেছিল, আমি বারান্দায় ছিলাম আওয়াজে শুনিনি। ভেতরে ঢুকে দেখলাম তার মিস কল, তো আমি আবার কল করেছি।’
নাজমুল হাসান পাপন আরও জানান, ইংল্যান্ডের বিপক্ষে সবকটি ম্যাচ জিতে সিরিজ জয়ের কথা তারা ভাবেননি, প্রধানমন্ত্রীও তেমন। তবে এই জয়ে যারপরনাই খুশি দেশের প্রধান।
পাপন যোগ করেন, ‘তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন, প্রত্যেকদিনই জানান। খুবই খুশি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি। ওটাই বলছিলেন যে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, চিন্তাই করিনি। আমরাও করিনি।’