বিপিএলের জন্যেই ক্যাম্ফার সিলেটে

ক্যাম্ফারের রেকর্ড গড়ার দিনে হেসেখেলে জিতল আয়ারল্যান্ড
Vinkmag ad

সম্প্রতি কুর্টিস ক্যাম্ফার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন। চেনা কন্ডিশনে শনিবার সিলেটে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হলে তার অভিজ্ঞতার জন্য উপকৃত হবে আয়ারল্যান্ড। বিপিএল উপভোগ করা ক্যাম্ফার সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চান তামিম ইকবালের দলের সামনে। 

আয়ারল্যান্ডের জার্সিতে ৩১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা কুর্টিস ক্যাম্ফার বাংলাদেশ সফরে এসে ফুরফুরে মেজাজে। তার সবশেষ ক্রিকেট ম্যাচ বিপিএলে, গত ফেব্রুয়ারিতে। পরিচিত কন্ডিশনে এবার খেলবেন দেশের হয়ে।

সিলেটে প্রথম দিনের অনুশীলন করতে এসে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ক্যাম্ফার,

‘আমি মনে করি আপনি যখন এই দূরত্বে ভ্রমণ করছেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব জেট ল্যাগ অতিক্রম করার চেষ্টা করবেন। সব মিলিয়ে ভ্রমণ বেশ ভালোই ছিল। ছোট ছোট দৌড়ে যাওয়া, একটু ফুটবল খেলা এবং হালকা হিট করা সবসময়ই দারুণ।’

‘এটি একটি ভাল দিন ছিল চেষ্টা করার এবং মানিয়ে নেওয়ার জন্য, সূর্যের তাপ এবং আর্দ্রতার সাথে অভ্যস্ত হওয়া।’

কুর্টিস ক্যাম্ফার অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির সাথে, বিপিএল খেলে এই শীতে বাংলাদেশে কিছুটা সময় কাটিয়েছেন। তাহলে সেই অভিজ্ঞতা কি তাকে এই সফরে সাহায্য করবে,

‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিজ্ঞতা অবশ্যই আমাকে সিলেটে ফিরে আসতে সাহায্য করেছে, আগে এখানে খেলেছি। আমরা দিনের বেলায় একটি ওয়ার্ম-আপ খেলা পেয়েছি, যা একটু ভিন্ন। আমি এখানে শুধু দিবা-রাত্রি খেলেছি, কিন্তু আমার মনে হয় একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো দিবা-রাত্রির হবে, তাই ভালো প্রস্তুতি হবে। আমি সত্যিই বিপিএল উপভোগ করেছি। এটা আমার জন্য সত্যিই ভাল ছিল কারণ আমি ক্রাউড, উইকেট এবং সারফেস কেমন প্রতিক্রিয়া জানাবে কিছুটা ভিন্নভাবে অনুভব করতে পেরেছি।’

৯৭ ডেস্ক

Read Previous

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Read Next

হোয়াইটওয়াশের মিশনে শেষ দিকের ব্যাটিংয়ে হয়নি বড় স্কোর

Total
0
Share