হোয়াইটওয়াশ করার মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস বাংলাদেশ
Vinkmag ad

৩ বা তার বেশি ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এর আগে কেবল একবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সেই সিরিজের সুখস্মৃতিও ১১ বছর পুরাতন। সেই স্মৃতি এবার মিরপুরে ফিরিয়ে আনার সুযোগ টাইগারদের সামনে। ২-০ তে এগিয়ে থাকা সাকিব আল হাসানের দল আজ জিতলেই হোয়াইটওয়াশ হবে ইংলিশরা। 

বাংলাদেশ সফরে এসে ৩ ওয়ানডের পর প্রথম ২ টি-টোয়েন্টিতেও টসে হারা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার শেষ ম্যাচে এসে আজ টসে জিতেছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছেন তিনি। 

ইংল্যান্ড আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদ। একাদশে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ৭৯ তম বাংলাদেশি হিসাবে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তানভীর ইসলামের। 

বাংলাদেশ একাদশ-

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ড একাদশ-

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলি, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ ও জফরা আর্চার।

৯৭ প্রতিবেদক

Read Previous

ওয়ানডে বাদ, শ্রীলঙ্কায় কেবল টেস্ট খেলতে যাবে আয়ারল্যান্ড

Read Next

বিপিএলের জন্যেই ক্যাম্ফার সিলেটে

Total
0
Share