

টেস্ট স্ট্যাটাস পাবার পরেও সেভাবে টেস্ট খেলা হচ্ছে না আয়ারল্যান্ডের। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পরেও ৫ বছরে কেবল ৩ টি ম্যাচ খেলেছে আইরিশরা। বাংলাদেশ সফরে এপ্রিলে ১ টেস্টের পর আরও টেস্ট অ্যাসাইনমেন্ট আছে অ্যান্ডি বালবার্নির দলের সামনে। সামনের মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডের শ্রীলঙ্কা সফর আগে থেকেই চূড়ান্ত ছিল। তবে এর আগে সূচিতে ছিল ১ টেস্ট ও ২ ওয়ানডে। তবে নতুন করে চূড়ান্ত করা সূচিতে বাদ পড়েছে ২ ওয়ানডে।
এখন কেবল দুইটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে আইরিশরা। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আয়ারল্যান্ড শ্রীলঙ্কা পৌছাবে ৯ এপ্রিল। ১৬ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট।
পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সিরিজের কথা নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট।
👉 SCHEDULE CHANGE
Cricket Ireland and Sri Lanka Cricket have agreed to a schedule change for the April tour. The tour will now consist of a two-match Test series: https://t.co/ko4BKqfTWX#BackingGreen ☘️🏏 pic.twitter.com/z8vqW196nY
— Cricket Ireland (@cricketireland) March 14, 2023
ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওর্থ এই ইস্যুতে বলেন, ‘সূচি পঋবর্তন ইস্যুতে যখন শ্রীলঙ্কা ক্রিকেট আমাদের অ্যাপ্রোচ করে তখন আমরা আমাদের সাদা বলের ক্রিকেটের প্রায়োরিটি জানাই। কারণ ৫০ ওভারি বিশ্বকাপ সামনে রেখে কোয়ালিফিকেশন সিনারিও যখন এখনো দোদুল্যমান। তবে দুই পক্ষের প্রায়োরিটি আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই সিরিজের আগে আমরা বাংলাদেশে ৬ টি সীমিত ওভারের ম্যাচ খেলবো, এরপর ঘরে ফিরে আরও ৩ ওয়ানডে খেলবো তাদের বিপক্ষে।’
তিনি যোগ করেন, ‘এশিয়ান কন্ডিশনে আমাদের ক্রিকেটারদের লম্বা সময়ে এক্সপোজ করা ভারতে বিশ্বকাপ সামনে রেখে তাদের কন্ডিশন বুঝতে সাহায্য করবে।’
শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের সূচি-
১ম টেস্ট- ১৬-২০ এপ্রিল, গল
২য় টেস্ট- ২৪-২৮ এপ্রিল, গল।
শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।