‘ভালো নেই’ আইয়ার, কপাল খুলবে পাতিদারের!

ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার, বদলির নাম ঘোষণা
Vinkmag ad

ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নাও খেলতে পারেন। ১৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া সিরিজে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা জাগে যখন অধিনায়ক রোহিত শর্মা জানান ‘শ্রেয়াস ভালো নেই’।

আহমেদাবাদে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে ব্যাট করতে পারেননি শ্রেয়াস আইয়ার। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বিসিসিআইয়ের মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন তিনি। সেখানেই তার অবস্থার পর্যালোচনা করা হবে।

ইএসপিএনক্রিকইনফোর ক্তে, আইয়ার অন্তত প্রথম ওয়ানডে মিস করবেনই।

আহমেদাবাদ টেস্টের পর রোহিত শর্মা বলেন, ‘পুওর গাই। এটা ছিল দুর্ভাগ্যজনক ঘটনা। দ্বিতীয় দিনের পুরোটা সে অপেক্ষা করে ব্যাটিংয়ে নামার জন্য। দিনের খেলা শেষ হলে তার ইনজুরি ফিরে আসে। তাকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়। স্ক্যানের ফল কি এসেছে তা আমি জানি না। তবে মনে হচ্ছে সে ততটা ভালো নেই।’

সোমবার বিসিসিআই এক বিবৃতিতে জানায় পূর্বের ইনজুরি ফিরে আসায় শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে বিশেষজ্ঞের মত নেওয়া হবে। ডিসেম্বরে বাংলাদেশ সফর থেকেই এই ইনজুরির শিকার হন তিনি।

শ্রেয়াস আইয়ার ইনজুরির জেরে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলে কপাল খুলতে পারে মধ্যপ্রদেশের ব্যাটার রজত পাতিদারের। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি তার ফিটনেস টেস্টে উতরে গেছেন।

শুক্রবার মুম্বাইয়ে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়ার স্কোয়াড-

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

ভারত স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সুরিয়াকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শারদুল ঠাকুর, আক্সার প্যাটেল ও জয়দেব উনাদকাট।

ওয়ানডে সিরিজের সূচি-

১ম ওয়ানডে- ১৭ মার্চ, মুম্বাই
২য় ওয়ানডে- ১৯ মার্চ, ভাইজাগ
৩য় ওয়ানডে- ২২ মার্চ, চেন্নাই।

৯৭ ডেস্ক

Read Previous

লিভিংস্টোন-জ্যাকসদের চাপ, মইন আলির ভাবনায় যখন অবসর

Read Next

ওয়ানডে বাদ, শ্রীলঙ্কায় কেবল টেস্ট খেলতে যাবে আয়ারল্যান্ড

Total
0
Share