

ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি ইঙ্গিত দিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার। ২০২৩ ৫০ ওভারি বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর নাও খেলতে পারেন বলে জানিয়েছেন তিনি।
মইন আলি ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন কেবল খেলছেন ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।
৩৫ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার স্পষ্ট করেছেন যে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপ তার কাছে প্রায়োরিটির জায়গা। তবে ইঙ্গিতও দিয়েছেন এরপর এই ফরম্যাট ছেড়ে দেবার।
বাংলাদেশের বিপক্ষে ৩য় ও শেষ টি-টোয়েন্টির আগে টকস্পোর্টস ২ কে মইন আলি বলেন, ‘আমি অনেক লক্ষ্য ঠিক করি না। তবে আমি বিশ্বকাপ খেলতে চাই, এই বিশ্বকাপে দলের অংশ হতে চাই। বিশ্বকাপ জিততেও চাই, এরপর দেখা যাবে…।’
‘আমি বলছি আমি অবসর নিবো, এও বলছি না যে অবসর নেবো না। ৩৫ বছর বয়সে এসে আরও ৭-৮ মাস খেলা অনেক ধকলের। এমন সময় আসতে পারে যেখানে আমি ভাববো শেষ হয়েছে সব। আমি হয়তো লিভিংস্টোন বা জ্যাকসের দিকে তাকিয়ে বলবো, ‘দেখো আমার সময় শেষ হয়েছে। আমি তাদেরকে পরবর্তী বিশ্বকাপের জন্য তৈরি করবো।’
লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকসদের দলে ভূমিকা অনেকটা মইন আলির মতোই। যাদের বিগ হিটিং সামর্থ্য আছে, সাথে স্পিন বোলিং করতে পারার স্কিল। মইন আলির সামনে প্রতিযোগিতা আছে, যা তিনি উপভোগ করছেন বলে জানান।
‘আমি কিছু সিদ্ধান্ত নেইনি, তবে আমার আইডিয়া আছে আমি কি করতে চাই বা করি। যখন আমি কোন ক্রিকেটারকে উঠে আসতে দেখি তখন তা আমাকে সত্যিই অনেক আনন্দ দেয়। আমাদের চ্যাম্পিয়ন করতে যেটাই ভালো হবে সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেটাই মূল।’
যদিও ওয়ানডে ক্রিকেট ছাড়ার ভাবনা আছে মইন আলির, খেলে যেতে চান টি-টোয়েন্টি ক্রিকেটে।
তিনি বলেন, ‘আমি মনে করি এটা চালিয়ে যাওয়া বেশি যুক্তিযুক্ত। যদি আমি ভালো খেলি এবং ফ্র্যাঞ্চাইজি দল ও ইংল্যান্ডের হয়ে ভালো খেলি তাহলে কেনো নয়?’