অধিনায়কত্ব যেনো স্টিভ স্মিথকে ছাড়ছেই না

অ্যাংকরিংকেই নিজের কাজ ভাবছেন স্টিভ স্মিথ
Vinkmag ad

অধিনায়কত্ব যেনো স্টিভ স্মিথকে ছাড়ছেই না। ভারত সফরে শেষ দুই টেস্টে অধিনায়কত্ব করার পর ওয়ানডে সিরিজেও অধিনায়কের আর্মব্যান্ড পরবেন এই তারকা ব্যাটার। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্যাট কামিন্সের মা, যেকারণে অস্ট্রেলিয়ায় থাকা অজিদের নিয়মিত অধিনায়ক কামিন্স ফিরছেন না ভারতে।

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাই অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। দিল্লিতে ২য় টেস্টের পর ব্রেস্ট ক্যান্সারে ভুগতে থাকা মা’র পাশে থাকতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন কামিন্স, গেল সপ্তাহে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান কামিন্সের মা মারিয়া।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাট কামিন্স ফিরে আসবে না। বাড়িতে যা হয়েছে সেটা সামাল দিচ্ছে সে। আমাদের সহানুভূতি আছে তার জন্য এই কঠিন সময়ে।’

গেল বছর অ্যারন ফিঞ্চের অবসরের পর প্যাট কামিন্স ওয়ানডে নেতৃত্বও পান। এরপর মাত্র ২ ম্যাচে অজিদের নেতা হিসাবে খেলেছেন তিনি।

শুক্রবার মুম্বাইয়ে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। অজিদের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ বছরের শেষ ভাগে এই ভারতেই বসবে ৫০ ওভারি বিশ্বকাপ।

ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন ডেভিড ওয়ার্নার শেষ দুই টেস্ট মিস করলেও ফিরবেন ওয়ানডে সিরিজে। কামিন্সের বদলি নেওয়া হয়নি ১৫ সদস্যের স্কোয়াডে। জাই রিচার্ডসনের জায়গায় দলে আসেন নাথান এলিস। অ্যাচিলিস ইনজুরির জেরে দলে নেই জশ হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার স্কোয়াড-

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

ভারত স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সুরিয়াকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শারদুল ঠাকুর, আক্সার প্যাটেল ও জয়দেব উনাদকাট।

ওয়ানডে সিরিজের সূচি-

১ম ওয়ানডে- ১৭ মার্চ, মুম্বাই
২য় ওয়ানডে- ১৯ মার্চ, ভাইজাগ
৩য় ওয়ানডে- ২২ মার্চ, চেন্নাই।

৯৭ ডেস্ক

Read Previous

নিউজিল্যান্ড দলে দুই নতুন মুখ, আইপিএলের জন্য নেই বড় তারকা

Read Next

লিভিংস্টোন-জ্যাকসদের চাপ, মইন আলির ভাবনায় যখন অবসর

Total
0
Share