

চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চ্যাড বোয়েস এবং বেন লিস্টার হলেন নতুন মুখ। আইপিএলের সাথে আন্তর্জাতিক সূচির সংঘর্ষের কারণে অনেক নিয়মিত খেলোয়াড় অনুপস্থিত।
এই মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াডে ডাক পেল দুই আনক্যাপড খেলোয়াড়। নিউজিল্যান্ডের ওয়ানডেতে নাম লেখালেন বেন লিস্টার, চ্যাড বোয়েস।
দলটির নেতৃত্বে থাকবেন টম লাথাম। তবে কেন উইলিয়ামসন, টিম সাউদি এবং ডেভন কনওয়ে সহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অভাব হবে – যাদের সবাই শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে খেলছেন। পাশাপাশি বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারও নেই।
ফিন অ্যালেন, লকি ফার্গুসন এবং গ্লেন ফিলিপস ২৫ মার্চ ইডেন পার্কে প্রথম ওডিআই খেলে আইপিএল মাতাতে ভারতে যাবে। এরপর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওডিআইয়ের আগে মার্ক চ্যাপম্যান এবং হেনরি নিকোলসের সাথে বেন লিস্টার দলে যোগ দেবেন।
এই সিরিজটি উইল ইয়াং এবং টম ব্লান্ডেলের জন্য সাদা বলের সেট-আপে প্রত্যাবর্তনের সিরিজ। ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের পর থেকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, চ্যাড বোয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেন লিস্টার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।