শারজাহতে পাকিস্তানের অধিনায়ক শাদাব, দলে নতুনের ছড়াছড়ি

শারজাহতে পাকিস্তানের অধিনায়ক শাদাব, দলে নতুনের ছড়াছড়ি
Vinkmag ad

অলরাউন্ডার শাদাব খান আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন। ২৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম সহ বেশ কিছু তারকা ক্রিকেটার।

তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নতুন প্রতিভাদের নিয়ে আনকোরা এক দলই দাড় করিয়েছে পাকিস্তান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ও ক্রিকেটারদের ওয়ার্কলোডকে আমলে নিয়েই এরূপ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান নির্বাচকরা।

নিয়মিত অধিনায়ক বাবর আজম, ওপেনার ফখর জামান, পেসার হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ছাড়াও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে রাখা হয়নি স্কোয়াডে।

তাদের স্থানে চার আনক্যাপড্ড ক্রিকেটার- ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়াব তাহির ও জামান খান জায়গা পেয়েছেন ১৫ সদস্যের স্কোয়াডে।

স্কোয়াডে ফেরানো হয়েছে আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমকে।

এই সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ ইউসুফ।

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-

শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, জামান খান, তায়াব তাহির, শান মাসুদ, সাইম আইয়ুব।

আফগানিস্তান-পাকিস্তান সিরিজের সূচি-

১ম টি-টোয়েন্টি- ২৪ মার্চ, শারজাহ
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ, শারজাহ
৩য় টি-টোয়েন্টি- ২৭ মার্চ, শারজাহ।

৯৭ ডেস্ক

Read Previous

আবুধাবিতে আফগানিস্তানের কাছে বড় হার দেখল টাইগার যুবারা

Read Next

মুল্ডার, মহারাজের সর্বনাশে পারনেল-শামসির পৌষ মাস

Total
0
Share