

আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ওয়ানডেতে তারা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছে ১৫৮ রানের বড় ব্যবধানে। ২৭২ রানের লক্ষ্য তাড়ায় নেমে জুনিয়র টাইগারদের ব্যাটিং লাইন গুটিয়ে গেছে মাত্র ১১৩ করতেই। ৪ ব্যাটার ফিরেছেন শূন্য হাতে; ২৬.৫ ওভারের বেশি খেলতে পারেনি বাংলাদেশ।
শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ ত্রিদেশীয় সিরিজের মূল লড়াইয়ে নামার আগে টলারেন্স ওভালে আফগানদের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭১ রান জমা করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তিনে নামা সোহাইল খানের হার-না-মানা সেঞ্চুরিই দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া ওপেনার সোলাইমান আরবজাইয়ের ব্যাট থেকে আসে ৫৫ রানের ইনিংস।
মোহাম্মদ হারুন খান ফিরেছেন ৪৪ রান করে। আকরাম মোহাম্মদজাই ২৮ রান করলে বড় সংগ্রহের দেখা পায় আফগানিস্তান।
বাংলাদেশি বোলারদের মধ্যে মারুফ মৃধা ৫৪ রান খরচায় দু’টি, ওয়াসি সিদ্দিক ৫৯ রানের বিনিময়ে নিয়েছেন দুই উইকেট। আরিফুল ইসলাম ও শাহরিয়া আল-আমিনের ঝুলিতে একটি করে উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুর ওভারেই উইকেট হারান ওপেনার আশিকুর রহমান শিবলি (০)। তিনে নামা শাহরিয়ার সাকিব ১০ রানের বেশি পাননি। আরিফুল ইসলাম হয়েছেন গোল্ডেন ডাক। দলীয় ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ।
ব্যাটসম্যানদের আসা-যাওয়া মিছিলে দাঁড়িয়ে জিসান আলম সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন। শিহাব জেমসের ব্যাট থেকে আসে ১৭ রান। শেষদিকে ওয়াসি সিদ্দিকী ব্যক্তিগত ১৬ রানে উইকেট হারালে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
Afghanistan U19 too Strong for Bangladesh U19
Afghanistan U19s have put on an excellent all-round performance to beat the @BCBtigers U19 by 158 runs in the first Youth ODI match of the series.
Read More: https://t.co/qXtra1U8X1 pic.twitter.com/miB8jwdoGj
— Afghanistan Cricket Board (@ACBofficials) March 13, 2023