জয় দিয়ে ব্যর্থ পিএসএল মিশন শেষ হল করাচির

জয় দিয়ে ব্যর্থ পিএসএল মিশন শেষ হল করাচির
Vinkmag ad

এবারের পিএসএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে বড় ব্যবধানে হেরেছে লাহোর কালান্দার্স। আগেই বাদ পড়া নিচের সারির দল করাচি কিংসের কাছে তাদের পরাজয়ের ব্যবধান ৮৬ রান। তবে এ ম্যাচের জয় পরাজয় কোন পার্থক্য এনে দেয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্ব পূর্বেই নিশ্চিত করেছিল শাহীন শাহ আফ্রিদির দল।

প্রথমে ব্যাটিংয়ে নামা করাচি শুরুতে হায়দার আলিকে হারিয়ে বসে। তবে মোহাম্মদ আখলাক ও তৈয়ব তাহিরের ব্যাটে চড়ে বেশ ভালোই এগিয়ে যেতে থাকে করাচি। ২য় উইকেটে ৭০ রানের জুটি আসে। তৈয়ব তাহির ২৩ বলে ৪০ রানে আউট হন। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন আখলাক।

৩৬ বলে ৫ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৫১ রান করেন এই ওপেনার। পরবর্তীতে ইমাদ ওয়াসিমের ৪৫ এবং বেন কাটিংয়ের ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করেন করাচি।

কালান্দার্সের পক্ষে জামান খান, হুসাইন তালাত এবং হারিস রউফ ২টি করে উইকেট পান।

জবাবে করাচির বোলারদের তোপের মুখে পড়ে কালান্দার্সের ব্যাটাররা। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ব্যাটিং করা টপ অর্ডাররা এদিন চরম ব্যর্থতার পরিচয় দেন। সর্বোচ্চ ২৫ রান মিডল অর্ডার ব্যাটার হুসাইন তালাতের। টেল এন্ডারে নামা হারিস রউফ করেন ১৮ রান।

মাত্র ১১০ রানে গুটিয়ে যায় কালান্দার্সের ইনিংস।

করাচির পক্ষে ইমাদ, আকিফ জাভেদ মোহাম্মদ উমর ও ইমরান তাহির ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরার পুরষ্কার পান করাচির পক্ষে হাফ সেঞ্চুরি করা ওপেনার মোহাম্মদ আখলাক।

সংক্ষিপ্ত স্কোর:

করাচি কিংস: ১৯৬/৭ (২০), হায়দার ৮, আখলাক ৫১, তৈয়ব ৪০, কাসিম ২, ইমাদ ৪৫, কাটিং ৩৩, ইরফান ০, ফুলার ১০*, উমর ১*; দিলবার ৩-০-৩৭-১, জামান ৪-০-৩৯-২, রউফ ৪-০-৫২-২, তালাত ৩-০-২৪-২

লাহোর কালান্দার্স: ১১০/১০ (১৮.৫), ফখর ১৩, শফিক ২, গুলাম ১১, বিলিংস ১১, তালাত ২৫, ভিসা ২, ড্যাডওয়েল ৩, রাশিদ ৬ (রিটায়ার্ড হার্ট), রউফ ১৮, দিলবার ৮, জামান ৬*; ইমাদ ৪-০-২৬-২, আকিফ ৩-০-৮-২, উমর ৩.৫-০-২০-২, ফুলার ৪-০-২৯-১, তাহির ৪-০-২৪-২

ফলাফল: করাচি কিংস ৮৬ রানে জয়ী

ম্যাচ সেরা: মোহাম্মদ আখলাক (করাচি কিংস)।

৯৭ ডেস্ক

Read Previous

অবশেষে স্বস্তির জয়ে সুপার ফোরে পেশোয়ার জালমি

Read Next

রোমাঞ্চের অলিগলি পেরিয়ে টেস্ট জিতল নিউজিল্যান্ড

Total
0
Share