ঐতিহাসিক সিরিজ জয়ে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ

মাঠের বাইরে ইংলিশ সাংবাদিকদেরও সামলালেন মিরাজ
Vinkmag ad

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই প্রথমেই ইংলিশদের হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ, এক ম্যাচ হাতে রেখেই। টানা দুই ম্যাচে ব্যাট হাতে টাইগারদের জয়ের নায়ক এক নাজমুল হোসেন শান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের বড় সাফল্য, স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা প্রশংসা কুড়াচ্ছেন।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড যেন রীতিমতো অসহায় সাকিব আল হাসানের দলের সামনে। সাকিবের নেতৃত্বে দল খেলল ভয়ডরহীন ক্রিকেট। প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুই ওভার বাকি থাকতেই বাংলাদেশের ৬ উইকেটের জয়। আজ লো-স্কোরিং লড়াইয়েও ৪ উইকেটের রোমাঞ্চকর জয়, তাতেই সিরিজ নিশ্চিত।

ইংল্যান্ডের বিপক্ষে এমন ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে প্রশংসার সাগরে ভাসছে শান্ত, মিরাজ, হাসানরা। ম্যাচের পর সেই দৃশ্যই ধরা পড়ে টুইটারে।

দেখে নিন টুইটার প্রতিক্রিয়া:

 

 

 

৯৭ প্রতিবেদক

Read Previous

ইংল্যান্ডের বিপক্ষে জয়কে যেকারণে এগিয়ে রাখছেন মাশরাফি

Read Next

মাহমুদউল্লাহ-তাইজুল ছাড়া বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

Total
0
Share