ইংল্যান্ডের বিপক্ষে জয়কে যেকারণে এগিয়ে রাখছেন মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে জয়কে যেকারণে এগিয়ে রাখছেন মাশরাফি
Vinkmag ad

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম কোন টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। তবে ইংলিশদের বিপক্ষে এই সিরিজ জয়কেই এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে দল সাজানোতে এই সিরিজকে অন্যরকম বলছেন মাশরাফি। তার মতে, টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাতে হত, আর সেই কাজটা চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসান দারুণভাবে করেছে। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের কথা আলাদাভাবে বলেছেন মাশরাফি।

ফেসবুক পেইজে মাশরাফি বিন মর্তুজা লেখেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা।

কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিলো, হাতুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরী।

তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশা আল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিলো। যদিও এটা একান্তই আমার মতামত।

শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’

৯৭ ডেস্ক

Read Previous

মাঠের বাইরে ইংলিশ সাংবাদিকদেরও সামলালেন মিরাজ

Read Next

ঐতিহাসিক সিরিজ জয়ে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ

Total
0
Share