মাঠের বাইরে ইংলিশ সাংবাদিকদেরও সামলালেন মিরাজ

মাঠের বাইরে ইংলিশ সাংবাদিকদেরও সামলালেন মিরাজ ১
Vinkmag ad

প্রতিপক্ষ হিসাবে ইংল্যান্ডকে বরাবরই পছন্দ মেহেদী হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু মিরাজের। অভিষেকেই করেছিলেন বাজিমাত। আজ ইংল্যান্ডের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিতিয়েছেন দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংলিশ সাংবাদিকদেরও সামলেছেন দারুণভাবে।

ইংল্যান্ড থেকে এই সিরিজ কাভার করতে আসা এক সাংবাদিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞাসা করেন তারা এখন হোয়াইটওয়াশ করার চিন্তা নিয়ে শেষ ম্যাচে নামবেন কিনা। 

উত্তরে মিরাজ বলেন, ‘ইন শা আল্লাহ, আমরা চেষ্টা করব। এটা আমাদের জন্য ভালো সুযোগ। আমরা যদি মাঠে ভালো ক্রিকেট খেলি, তাহলে ফলটা আমাদের পক্ষে আসবে।’

ইংলিশ সাংবাদিকের পরবর্তী প্রশ্ন ছিল এমন- ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকে এই মুহূর্তে ভালো দল বলে মনে করছেন কিনা মিরাজরা। উত্তরে ‘হ্যাঁ’ সূচক উত্তরই দেন মিরাজ।

তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা ভালো দল, আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। আমরা সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমরা জয়-পরাজয় নিয়ে ভাবছি না, পজিটিভ ক্রিকেট খেলতে চাই, শেষ ম্যাচের আরও ভালো খেলতে চাই।’

এর আগে মিরাজ জানান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার কোন সিরিজ জিতে যারপরনাই খুশি তারা। এমনিতে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে তেমন খেলার সুযোগ পায়না বাংলাদেশ। সবমিলে মাত্র ৩ ম্যাচ খেলেছে টাইগাররা, যার ২ টিই এই সিরিজে। সেই আক্ষেপ আড়াল করেননি মিরাজ।

মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ইংল্যান্ডের বিপক্ষে জিতেছি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতিনি কোন ফরম্যাটেই। ওরা তো বিশ্বচ্যাম্পিয়ন। তো বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পেরে অবশ্যই নিজেদের কাছে অনেক ভালো লাগছে।’

‘ওদের সাথে কিন্তু আমরা অতো খেলার সুযোগও পাইনি। বিশেষ করে টি-টোয়েন্টি। ২০ বছরে মনে হয় না ১০ টা টি-টোয়েন্টিও খেলেছি ওদের সাথে। ৩ টা খেলেছি, এটাই প্রথম সিরিজ ছিল। এটা অনেক বড় পাওয়া আমি মনে করি। যেহেতু আমরা সিরিজটা জিতেছি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

Read Next

ইংল্যান্ডের বিপক্ষে জয়কে যেকারণে এগিয়ে রাখছেন মাশরাফি

Total
0
Share