টাইগার বোলিং অ্যাটাকের সামনে অসহায় ইংল্যান্ড

featured photo updated 3
Vinkmag ad

মিরপুরে আজ সাকিব আল হাসানের দলের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবার সুযোগ। টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলিং অ্যাটাকের সামনে নাস্তানাবুদ হয়ে ইংল্যান্ডের সংগ্রহ কেবল ১১৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং!

বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং লাইনের সামনে ৮ জন বোলারকে দিয়ে বল করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ইকোনমিতে মিরাজের ঝুলিতে সর্বোচ্চ ৪ উইকেট। তাসকিন, সাকিব, মুস্তাফিজ, হাসান মাহমুদের শিকার একটি করে। আর তাতেই ১১৭ রানে অল-আউটের লজ্জায় পড়ে ইংল্যান্ড।

সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে ১২০ বলে করতে হবে ১১৮ রান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তের সঠিক উপহার এনে দিলেন তাসকিন আহমেদ। ডেভিড মালানকে ফিরিয়ে দেন ইনিংসের তৃতীয় ওভারেই। ফের ব্যর্থ মালান, আজ রান করেছেন পাঁচ।

আরেক ওপেনার ফিল সল্ট তিনে নামা মইন আলিকে নিয়ে পাওয়ার-প্লের বাকি ওভারগুলো শেষ করেন। কিন্তু সপ্তম ওভারে সাকিব আল হাসান অ্যাকশনে আসতেই ভেঙে যায় জুটি। সাকিব ফিরতি ক্যাচ নিয়ে ফেরান ১৯ বলে ২৫ করা সল্টকে। দুর্দান্ত হাসান মাহমুদ আজ নিজের শুরুর ওভারেই পেলেন সাফল্য। ইংলিশ ক্যাপ্টেন জস বাটলারের স্টাম্প ভেঙে ফেলেন দারুণ এক ইয়র্কার ডেলিভারিতে।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

এরপর মিরাজ এসে বিদায় করলেন মইন আলিকে (১৫)। ৫০ থেকে ৫৭ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে ফেলে ইংল্যান্ড। ৩ ওভারে যেন রীতিমতো ধ্বংসস্তূপ হয়ে বিশ্বচ্যাম্পিয়নদের শক্তিশালী ব্যাটিং লাইন। তারপর অবশ্য বেন ডাকেট ও স্যাম কারেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা।

ধীরগতির ব্যাটিংয়ে ৩২ বলে ৩৪ করেন এই দুই ব্যাটার। কিন্তু মেহেদী হাসান মিরাজ ২য় স্পেলে এসেই দখলে নেন জোড়া শিকার। ওভারের দ্বিতীয় বলে স্যাম কারেনকে (১২) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে এক বল পরেই ক্রিস ওকসকে একই স্টাইলে বিদায় জানালেন। উইকেটের পেছনে থেকে মিরাজের জোড়া শিকারের কারিগর লিটন দাস। দলীয় ৯১ রানে ৬ষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।

১৬.৫ ওভারে ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। পরের বলেই মিরাজকে ওভার বাউন্ডারি হাঁকাতে যেয়ে রনি তালুকদারের হাতে ক্যাচ হন ১০ বলে ৩ করা ক্রিস জর্ডান। মিরাজের নামের পাশে ১২ রান খরচায় ৪ উইকেট। এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিরাজের সেরা বোলিং ফিগার।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

বেন ডাকেট সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলে মুস্তাফিজের করার শেষ ওভারের শুরুতেই ফিরে যান। আদিল রশিদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন রেহান আহমেদ। একই ভাবে শেষ বলে রান আউটের শিকার জফরা আর্চার। শেষপর্যন্ত ১১৭ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড।

৯৭ প্রতিবেদক

Read Previous

৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইল ওয়েগনার

Read Next

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

Total
0
Share