

সেলো বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্ট থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড পেসার নেইল ওয়েগনার। ইনজুরিতে পড়া ওয়েগনারের স্ক্যান করার পর জানা গেছে তার পেছনের ডিস্ক ফুলে গেছে এবং ডান হ্যামস্ট্রিংয়ে ব্যাথা আছে।
হেগলি ওভালে চলমান টেস্টের ৩য় দিনে বল করতে গিয়ে ডান পায়ে চোট পান ওয়েগনার। আজ স্ক্যান করার পর সামনে আসে বড় ইনজুরির খবর।
এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে ওয়েগনারের। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট। যদি চলমান টেস্টে দরকার পড়ে তাহলে ব্যাট হাতে নামবেন ওয়েগনার।
UPDATE | Neil Wagner has been ruled out of the second Dulux Test against Sri Lanka after a scan today revealed he has a bulging disc in his back and a torn right hamstring. Wagner felt pain on Day 3 at Hagley and the scan today revealed the extent of his injuries. #NZvSL pic.twitter.com/P2GMOSaOr3
— BLACKCAPS (@BLACKCAPS) March 12, 2023
নিউজিল্যান্ড প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলাটা নেইল ওয়েগনার কতটা পছন্দ করে। এভাবে তার ছিটকে যাওয়া আমাদের হতাশ করেছে। এই ইনজুরি নিয়েও সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। এতে বোঝা যায় দলের জন্য সে কতটা দৃঢ়প্রতিজ্ঞ।’