

রেকর্ডময় ম্যাচে দারুণ এক জয় পেয়েছে মুলতান সুলতান্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৯ রানে হারিয়েছে তারা। এর ফলে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজেছে মোহাম্মদ নওয়াজের দলের।
প্রথমবারের মত পিএসএল দেখলো ৫০০ রানের ম্যাচ। পিএসএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের মাইলফলক গড়েছে মুলতান। তাদের ওপেনার উসমান খান টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডে নাম লেখালেন। তবে সবকিছুকে ছাপিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মুলতানের উদীয়মান পেসার আব্বাস আফ্রিদি।
টসে হেরেও ব্যাটিং পাওয়া মুলতান উড়ন্ত সূচনা করে। পাওয়ারপ্লেতে চড়াও হয়ে খেলে বিনা উইকেটে ৯১ রান তোলে উসমান ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ১০ ওভারে হয়ে যায় ১৫৭ রান। ঐ ওভারের শেষ বলে বিদায় নেন উসমান খান। তার আগে চার-ছক্কার বন্যায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের দর্শকদের মাতোয়ারা করেছেন তিনি। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পাওয়া উসমান শেষ পর্যন্ত থামেন ১২০ রানে। ৪৩ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৯টি ছক্কার মার।
হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন রিজওয়ান। ২৯ বলে ৫৫ রান করেন। শেষদিকে টিম ডেভিডের ২৫ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ২৬২ রানের পর্বতসম রান করে মুলতান, যা পিএসএলে সর্বোচ্চ দলীয় রান।
কোয়েটার কায়েস আহমেদ ২ উইকেট নিতে খরচ করেছেন ৭৭ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে জেসন রয়কে হারিয়ে বসে কোয়েটা। এরপর মার্টিন গাপটিল ও ওমাইর ইউসুফ ব্যাটিংয়ে ঝড় তুলে ভালোই এগুচ্ছিলেন। গাপটিল ১৪ বলে ৩৭ রান করে বিদায় নিলেও ইফতিখার আহমেদ এসেও ইউসুফকে ভালোই সমর্থন দিয়েছিলেন।
তবে বাধ সাধেন মুলতানের আব্বাস আফ্রিদি। চমৎকার মুন্সিয়ানা দেখিয়ে একপ্রান্তে দুর্দান্ত বোলিং করছিলেন। কোয়েটার ৫ জন ব্যাটারকে সাজঘরের পথ দেখান তিনি, যেখানে ছিল হ্যাটট্রিকও। ১৭ তম ওভারের শেষ দুই বলে মোহাম্মদ নওয়াজ ও উমাইদ আসিফকে ও ১৯ তম ওভারের প্রথম বলে উমর আকমলে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
একের পর এক উইকেটের পরও জয়ের স্বপ্ন দেখছিল কোয়েটা। তবে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা। ২৫৩ রানে এসে আটকে যায়।
ইউসুফ ৩৬ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া ইফতিখার ৫৩ এবং উমর আকমল ১০ বলে ২৮ রান করেন।
আফ্রিদির ৫ উইকেট ছাড়াও ইহসানুল্লাহ ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
মুলতান সুলতান্স: ২৬২/৩ (২০), উসমান ১২০, রিজওয়ান ৫৫, রুশো ১৫, ডেভিড ৪৩*, পোলার্ড ২৩*; মোহাম্মদ নওয়াজ ৪-০-৫০-১, কায়েস ৪-০-৭৭-২
কোয়েটা গ্লাডিয়েটর্স: ২৫২/৮ (২০), রয় ৬, গাপটিল ৩৭, ইউসুফ ৬৩, হাফিজ ১, ইফতিখার ৫২, আকমল ২৮, নওয়াজ ১৬, উমাইদ ০, কায়েস ১৭*, নাভিন ১৭*; আনোয়ার ৩-০-৪৮-১, ইহসানুল্লাহ ৪-০-৫৮-২, আব্বাস ৪-০-৪৭-৫
ফলাফল: মুলতান সুলতান্স ৯ রানে জয়ী
ম্যাচ সেরা: আব্বাস আফ্রিদি ( মুলতান সুলতান্স)।