এক পরিবর্তন নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

featured photo updated v 14
Vinkmag ad

সফল চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে হারানোর পর প্রথম টি-টোয়েন্টিতেও হারিয়েছে টাইগাররা। মিরপুরে আজ সাকিব আল হাসানের দলের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবার সুযোগ। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলেই আছে একটি করে পরিবর্তন। বাংলাদেশ একাদশে শামীম হোসেন পাটোয়ারীর জায়গায় ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ড একাদশে মার্ক উডের জায়গায় ঢুকেছেন রেহান আহমেদ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কনিষ্ঠতম ইংল্যান্ড ক্রিকেটার এখন রেহান আহমেদ। 

বাংলাদেশ একাদশ-

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ড একাদশ-

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলি, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ ও জফরা আর্চার।

৯৭ প্রতিবেদক

Read Previous

পিএসএলে রেকর্ডময় ম্যাচ, বিদায় ঘন্টা বাজল কোয়েটার

Read Next

৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইল ওয়েগনার

Total
0
Share